কতগুলো হলে মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘তাণ্ডব’

রাত পোহালেই মুক্তি পাচ্ছে মেগাস্টার শাকিব খান ও পরিচালক রায়হান রাফীর নতুন সিনেমা ‘তাণ্ডব’। এই সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী সাবিলা নূর। ইতোমধ্যে ছবির টিজার, আইটেম গান সাড়া ফেলেছে দর্শকের মাঝে।
তবে বাংলা ছবিগুলোর মধ্যে শো-এর বিচারে আগাগোড়াই এগিয়ে শাকিব খানের ‘তাণ্ডব’। শুক্রবার সন্ধ্যায় হল লিস্ট ঘোষণা করেছে প্রযোজনা সংস্থা। বলা হচ্ছে, সমসাময়িক সময়ে সর্ববৃহৎ মুক্তি তাণ্ডবের। হল লিস্টের একটি পোস্টারে দেখা যায়, প্রথম সপ্তাহে দেশজুড়ে ১৩২ টি হল পেয়েছে তাণ্ডব। তার মধ্যে শুধু সিনেপ্লেক্সের ৬ টি শাখাতেই চলবে তাণ্ডব।
সামাজিক মাধ্যমে নিয়ে এক ফেসবুক পোস্টে শাকিব খান লেখেন, ‘বছরের সর্ববৃহৎ রিলিজ। প্রথম সপ্তাহের হল লিস্ট গুলো দেখে নিন।’

এর আগে সিনেমা মুক্তি উপলক্ষ্যে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে ‘তাণ্ডব’ টিমের সকল কলাকুশলী ও তারকারার। সেখানে উপস্থিত ছিলেন শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর, নির্মাতা রায়হান রাফী, প্রযোজক শাহরিয়ার শাকিলসহ সিনেমা সংশ্লিষ্টরা।
আরও পড়ুন
শাকিব খান বলেন, ‘আমি তাণ্ডবের শিল্পী হয়ে মন্ত্রমুগ্ধের মতো দেখেছি। দেখেই মনে হয়েছে কি চমৎকার সিনেমা। তাণ্ডবের পুরো টিম খুব মন দিয়ে কাজ করেছে।’
উল্লেখ্য, রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় শাকিব, সাবিলা, জয়া ছাড়াও অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।
ডিএ