‘তোমার সব কিছুই যত্নে রেখেছি মা, শুধু রাখতে পারিনি তোমাকে’

বছর ঘুরে আবার এসেছে ঈদ উল আযহা। দিনটি উপলক্ষ্যে অনেকে তাদের হারানো প্রিয়জনদের কথা স্মরণ করেন। ঈদের সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত স্বজনদের কবরের পাশে গিয়ে অনেকে তাদের জন্য দুহাত তুলে দোয়া করেন। এর ব্যতিক্রম নন দেশের তারকারাও।
গত বছর জানুয়ারিতে মা কে হারান ঢাকাই চিত্রনায়ক আরিফিন শুভ। ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া রোগে ভুগছিলেন নায়কের মা। এরপর ২০২৪ সালের জানুয়ারিতে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এমন বাস্তবতা মেনে নিয়ে ঈদের দিনে মা কে স্মরণ করলেন আরিফিন শুভ। এদিন বৃষ্টিস্নাত সকালে মা-এর কবর জিয়ারতে যান তিনি।
কবর জিয়ারত শেষে সামাজিক মাধ্যমে হারানো মায়ের প্রতি ভালোবাসা ও অনুভূতির কথা ভক্তদের মাঝে ভাগ করে নেন। সঙ্গে শৈশবে মায়ের সঙ্গে কাটানো স্মৃতিও তুলে ধরেন এই চিত্রনায়ক।
আরও পড়ুন
শুভ লেখেন, ‘মা, তোমার মনে আছে? ছোটবেলায় ঈদের দিন নতুন জামা পরে তোমার সামনে গিয়ে দাঁড়ালেই, তুমি কী বলতে আমাকে? আজও নতুন জামাটা পরেই তোমার কাছে গিয়েছিলাম। তুমি কি চিনতে পেরেছ, আমার ঈদের জামার কাপড়টা। আমার গলার চেইন খেয়াল করেছিলে?’

চিত্রনায়ক লেখেন, ‘তোমার সব কিছুই আমি খুব যত্নে রেখেছি মা, শুধু রাখতে পারলাম না তোমাকে।’
সবশেষ আরিফিন শুভ লেখেন, ‘আমাদের দেখা হওয়ার দিনে আজ আকাশটাও কাঁদছিল, মা। আমি কিন্তু আজ একটুও কাঁদিনি...তোমার স্মৃতিগুলো নিয়েই আছি, ঈদ মোবারক, মা।’
ডিএ