বড় বিপাকে পর্দার একেনবাবু, হলেন ‘সাসপেন্ড’

ওপার বাংলার এখনকার সময়ের জনপ্রিয় অভিনেতা অনির্বাণ চক্রবর্তী। যাকে দর্শকেরা চেনেন একেনবাবু নামে! পর্দায় নানা রহস্যের জট খোলা এই অভিনেতা এবার ব্যক্তিজীবনে পড়লেন বড় বিপাকে।
মূলত সামাজিক মাধ্যম থেকে তার অ্যাকাউন্টটি দেখা যাচ্ছে না। এ নিয়ে ভারতীয় গণমাধ্যম তার সঙ্গে যোগাযোগ করলে কারণ জানান অভিনেতা।
অনির্বাণ বললেন, 'কিছুই বুঝতে পারছি না কী হয়েছে। শুক্রবার থেকে আচমকাই লগ ইন করতে পারছি না। মানে প্রোফাইলটাই দেখাচ্ছে না। ফেসবুক থেকে একটি নোটিশ পাঠানো হয়েছে। সেখানে আপিল করতে বলা হয়েছিল। সেটা করেছি। তবে এখনও উত্তর আসেনি।'
ঠিক কোন কারণে ফেসবুক তার প্রোফাইল সাসপেন্ড করল, সে প্রশ্নও রাখা হয়। অনির্বাণ বললেন, 'খুব বেশি তো ধারণা নেই। তবে যেটুকু জানি, মাস রিপোর্ট করলে অনেক সময় এটি হয়। তাছাড়া ফেসবুক অ্যালিগরিদমের জন্যও হতে পারে। চেষ্টা করছি দ্রুত সমস্যার সমাধান করার। দেখি কী হয়।'
বলা হয়, অনির্বাণের কোনো শত্রু নেই। তার প্রোফাইল রিপোর্ট করল কে, তা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও উত্তর অজানা। ফেসবুক থেকে ব্যক্তিগত কিছুই প্রায় শেয়ার করেন না অনির্বাণ। বেশিরভাগটাই কাজ নিয়ে। তার প্রোফাইলটি 'ব্যক্তিগত অ্যাকাউন্ট'। 'বিজনেস অ্যাকাউন্ট' নয়! সেই কারণেই কি ফেসবুকের এমন সিদ্ধান্ত- এবার তার রহস্যের সমাধান চালিয়ে যাচ্ছেন পর্দার একেনবাবু।
ডিএ