বাবা কখনো আর্থিক সাহায্য করেননি : বিবেক

বলিউডের প্রখ্যাত অভিনেতা সুরেশ ওবেরয়ের পুত্র হওয়া সত্ত্বেও অভিনেতা বিবেক ওবেরয়কে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা করে নিতে হয়েছে সংগ্রামের মধ্য দিয়ে। সম্প্রতি এক পডকাস্টে বিবেক অকপটে জানিয়েছেন, তার বাবা একজন পরামর্শদাতা হিসেবে সবসময় পাশে থাকলেও কখনোই তাকে আর্থিকভাবে সাহায্য করেননি। বরং ছোটবেলা থেকেই তাকে শিখিয়েছেন কীভাবে নিজের পায়ে দাঁড়াতে হয়।
পডকাস্টে বিবেক ওবেরয় তার ব্যবসায়ী জীবন এবং বিশাল সাম্রাজ্য পরিচালনার কৌশল নিয়ে কথা বলেছেন। তিনি জানান, মাত্র ১০ বছর বয়স থেকেই তিনি ব্যবসা শিখতে শুরু করেন। তার বাবা তাকে একটি পণ্য এনে দিতেন এবং সেটি বিক্রি করার জন্য একটি সম্পূর্ণ বিজনেস প্ল্যান তৈরি করতে বলতেন।
আরও পড়ুন
বাবার কঠোর শিক্ষাদান পদ্ধতির কথা উল্লেখ করে বিবেক বলেন, ‘আমি ১০ বছর বয়স থেকে ব্যবসা বুঝতে শুরু করি। ওই সময় থেকেই আমি একই জিনিস বিক্রি করার জন্য এক বাড়ি থেকে অন্য বাড়িতে ঘুরতাম। বাবা কখনও আর্থিক সাহায্য করেননি বলতেন যে তিনি ধনী তবে আমি নই। আমিও বাবার জায়গায় পৌঁছাব তবে এর জন্য কঠোর পরিশ্রম করতে হবে।’
তার কথায়, ‘আমার বয়স যখন ১৯ তখন আমি আমার প্রথম কোম্পানির জন্য ৩ মিলিয়ন ডলার জোগাড় করতে সক্ষম হই। আমিও অনেক টাকা কামিয়েছি। কিন্তু ২৩ বছর বয়সে আমি কোম্পানিটি বিক্রি করে দেই। এখন আমি ৯ টি সংস্থাকে ভারতীয় শেয়ার বাজারে নিয়েছি এবং আরও ৪ টি সংস্থাও আনার পরিকল্পনা করছি।’
প্রসঙ্গত, ফোর্বস ইন্ডিয়ার তালিকা অনুযায়ী বিবেকের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ১,২০০ কোটি টাকা। কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও তিনি দারুণ সফল। খুব শিগগিরই তাকে 'কেশরী বীর' ছবিতে দেখা যাবে।
এমআইকে