ফ্ল্যাট থেকে পাকিস্তানি অভিনেত্রীর মরদেহ উদ্ধার

মারা গেছেন পাকিস্তানের বর্ষীয়ান অভিনেত্রী আয়েশা খান। মৃত্যুর এক সপ্তাহ পর পাকিস্তানের করাচির নিজ বাসা থেকে উদ্ধার হলো তার মরদেহ। এ ঘটনায় ইতোমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে দেশটির বিনোদন জগতে।
জানা গেছে, করাচির গুলশান-এ-ইকবাল আবাসন থেকে উদ্ধার হয়েছে আয়েশা খানের দেহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬। গত কয়েক বছর ধরে একাই থাকতেন পাকিস্তানের এই প্রবীণ অভিনেত্রী।
পুলিশ জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে তার বাড়ি থেকে কোনো সাড়াশব্দও পাওয়া যায়নি। পচাগলা অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে বাড়ি থেকে। কিন্তু ঠিক কী কারণে নিজেকে একেবারে বিচ্ছিন্ন করে রেখেছিলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।
আরও পড়ুন
১৯৪৮ সালের ২২ নভেম্বর জন্মগ্রহণ করা আয়েশা খান পাকিস্তানি বিনোদন জগতের একটি সুপরিচিত নাম ছিলেন। তিনি ছিলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী খালেদা রিয়াসাতের বড় বোন। 'আখরি রক', 'টিপু সুলতান: দ্য টাইগার লর্ড', 'ডালিজ', 'ক্র্যাকস', 'বোল মেরি ফিশ', 'এক অউর আসমান'-এর মতো জনপ্রিয় টিভি শোতে কাজ করেছেন তিনি।
এছাড়া 'রাজু বান গায়া জেন্টলম্যান', 'মুসকান', 'ফাতিমা'র মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। আয়েশার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে অনেক পাকিস্তানি শিল্পী সোশ্যাল মিডিয়ায় তার প্রতি শোক প্রকাশ করেছেন এবং শ্রদ্ধা জানিয়েছেন।
ডিএ