অবশেষে ঘুরে দাঁড়াল আমিরের ‘সিতারে জামিন পার’

সদ্য মুক্তি পেয়েছে আমির খানের নতুন সিনেমা ‘সিতারে জামিন পার’। এর মধ্য দিয়ে তিন বছর পর বড় পর্দায় ফিরলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট খ্যাত এই নায়ক। মুক্তির প্রথম দুদিনে সিনেমাটির বক্স অফিস কালেকশন খানিক হতাশ করলেও তৃতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে ছবিটি।
বলা হচ্ছে, ‘সিতারে জামিন পার’ সিনেমাটির মধ্য দিয়ে দুর্দান্ত কামব্যাক করেছেন আমির খান। আর তাতে তিনি সফলও! কারণ, মুক্তির তৃতীয় দিনের মধ্যেই ছবির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৬০ কোটি রুপিতে।
ভারতীয় গণমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সিনেমাটির প্রথম তিন দিনের বক্স অফিস কালেকশন হলো- শুক্রবার ১০.৭০ কোটি, শনিবার ২০.২০ কোটি ও রোববার ২৮ কোটি।
আরও পড়ুন
সে হিসেবে ভারতে মোট ৩ দিনে ছবিটির আয় হয়েছে ৫৮.৯০ কোটি রুপি। অনুমান করা হচ্ছে, অফিসিয়ালি মোট হিসাব করলে ৬০ কোটির ঘর পার করে ফেলবে।
তবে আয় সন্তোষজনক হলেও ছবিটির প্রযোজনার খরচ এখনও পুরোপুরি উঠে আসেনি। ফলে সিনেমাটি লাভের ঘরে ঢুকতে কিছুটা সময় লাগবে বলেই মনে করা হচ্ছে।
২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘তারে জামিন পার’ ছিল আমির খানের অন্যতম সাড়া জাগানো ছবি। ‘সিতারে জামিন পার’ সেই ছবির সিক্যুয়েল হিসেবে পরিচিত হলেও, আদতে এটি হলিউড ছবি ‘চ্যাম্পিয়ন্স’-এর হিন্দি রিমেক।
ডিএ