রাম কাপুরের অশ্লীল মন্তব্য, যা বললেন সুধাংশু পাণ্ডে

বলিউড অভিনেতা রাম কাপুর তার আসন্ন ওয়েব শো ‘মিস্ত্রি’-এর প্রচারণার সময় সহকর্মীদের নিয়ে করা আপত্তিকর মন্তব্যের জেরে বিতর্কের মুখে পড়েছেন। এই ঘটনায় রাম কাপুর ইতোমধ্যে ক্ষমা চাইলেও তার সহকর্মী সুধাংশু পাণ্ডে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন।
সুধাংশু রাম কাপুরের এই মন্তব্যকে ‘মানসিক অস্থিরতা’ বলে আখ্যায়িত করেছেন এবং এর তীব্র নিন্দা জানিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, রাম কাপুরের বিতর্কিত মন্তব্যের পর জিও হটস্টার তাকে ওয়েব শোয়ের প্রচার কার্যক্রম থেকে বাদ দিয়েছে। পরবর্তীতে রাম কাপুর নিজের ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন।
আরও পড়ুন
এদিকে এক সাক্ষাৎকারে সুধাংশু পাণ্ডে রাম কাপুরের মন্তব্যের বিষয়ে কথা বলেছেন। রাম কাপুরের মন্তব্য সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘রাম যদি এই ধরনের মন্তব্য করে থাকেন তাহলে তিনিই নিজের ভাবমূর্তি নষ্ট করেছেন। আমি মনে করি কেবল একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিই এই ধরনের মন্তব্য করতে পারেন।’
তার কথায়, ‘বিশেষত আপনার চারপাশে থাকা কোনো মহিলাকে নিয়ে এমন মন্তব্য মানসিক অস্থিরতার লক্ষণ। একজন ভদ্র মানুষের উচিত অন্যকে সম্মান করা বিশেষ করে নারীদের। রাম যদি এমন কিছু করে থাকেন তবে এটা অত্যন্ত অন্যায়, আমি আমার ভাইয়ের পক্ষ থেকে ক্ষমা চাইছি।’
এমআইকে