৫০ বছর পর নিষিদ্ধ দৃশ্য নিয়ে ফের মুক্তি পাচ্ছে ‘শোলে’

৫০ বছর পরে নতুন রূপে পর্দায় ফিরছে বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিজের সাড়া জাগানো সিনেমা ‘শোলে’। তবে সম্পূর্ণ আসল এবং অবিকৃত রূপে ফিরছে এবার। ১৯৭৫ সালে রমেশ সিপ্পির এই কালজয়ী হিন্দি সিনেমাটি সবচেয়ে প্রভাবশালী ছবিগুলোর মধ্যে একটি। কিন্তু সে সময় সেন্সরের চাপে পড়ে পরিচালককে বদলে ফেলতে হয় ছবির সমাপ্তি। শুক্রবার (২৭ জুন) ছবিটি মুক্তি পাচ্ছে।
ভারতীয় গণমাধ্যমের খবর, অবশেষে মুক্তির ৫০ বছর পর সেই আসল সংস্করণই এবার দেখতে পাবেন দর্শকেরা। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ছবির পূর্ণ ডিজিটাল রিস্টোরেশন। বাদ যাওয়া দৃশ্য, কাটা পড়া সংলাপ এবং সেই আসল ‘সমাপ্তি’, সবই এবার দেখা যাবে বড় পর্দায়।
কিন্তু সিনেমাটি ভারতেই নয়, আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে এই সংস্করণ। ইতালির বোলোনিয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘ইল চিনেমা রিত্রোভাটো’-তেই শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে নতুন সংস্করণটি।
প্রসঙ্গত, ১৯৭৫ সালে জরুরি অবস্থার আবহে সেলিম-জাভেদ জুটির লেখা ছবিটি নিয়ে সেন্সর বোর্ড মারাত্মক কঠোর অবস্থান নেয়। ‘অত্যাধিক হিংসাত্মক’ তকমা দিয়ে বাদ দেওয়া হয় একাধিক দৃশ্য। আসল ছবিতে শেষ দৃশ্যে গব্বর-কে কাঁটা লাগানো জুতো দিয়ে পিষে হত্যা করেন ঠাকুর। কিন্তু একজন প্রাক্তন পুলিশ অফিসার আইন নিজের হাতে নিতে পারেন না, এই যুক্তিতে দৃশ্যটি বাদ দিতে বলা হয়।
আরও পড়ুন
অগত্যা, পরিচালক রমেশ সিপ্পিকে নতুন করে শুট করতে হয় ছবির শেষাংশ। অভিনেতা, কলাকুশলীদের তড়িঘড়ি ফিরিয়ে আনা হয় সেই বিখ্যাত রামগড় গ্রামে। শেষ পর্যন্ত গব্বর সিংকে বন্দি করে পুলিশের হাতে তুলে দেওয়ার দৃশ্য চূড়ান্ত হয়।
হারিয়ে যাওয়া আসল দৃশ্যগুলি আবার ফিরিয়ে আনার উদ্যোগ নেন পরিচালক রমেশ সিপ্পির পুত্র, শাহজাদ সিপ্পি। ২০২২ সালে তিনি যোগাযোগ করেন ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন-এর সঙ্গে। আর তাতেই হয় অসাধ্য সাধন।
ডিএ