সৌরভের বাড়ির বাংলা খাবার কেমন লেগেছে সারা-আদিত্যের

গত বৃহস্পতিবার বিকেলে কলকাতার ইডেনে বেঙ্গল প্রো টি-টোয়েন্টি লিগের ম্যাচ উপভোগ করেন বলিউড অভিনেত্রী ও সাইফ আলি খানের মেয়ে সারা আলি খান। সঙ্গে ছিলেন বলিউড অভিনেতা আদিত্য রায় কাপুর। শোনা যায়, তাদের নতুন সিনেমা ‘মেট্রো ইন দিনো’-প্রচারে ইডেনে গিয়েছিলেন সারা-আদিত্য।
এরপর ছবির প্রোমোশন শেষে রাতে যান ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর বাড়িতে। সেখানে জমে ওঠে এক বিশেষ নৈশভোজ। মেনুতে নাকি ছিল বাংলা খাবার- মাছ, সঙ্গে আলুপোস্ত আর আমের বিশেষ আয়োজন।
বলা বাহুল্য, গাঙ্গুলী বাড়ির এই আতিথেয়তায় মুগ্ধ দুই বলি তারা। খুশিতেও যেন ঝলমল করছিল তাদের মুখ। প্রশংসায়ও ভাসালেন পতৌদির নাতনি- সারা আলি খান। বলেছেন, দাদার (সৌরভের) বাড়ির রান্না যেমন ভালো তেমনি ভালো পরিবারের প্রত্যেকে। তার কাছ থেকে আমার ঠাকুমা শর্মিলা ঠাকুর, দাদু মনসুর আলি খান পতৌদির ভালোবাসার গল্প শুনলাম।
আরও পড়ুন
বৃহস্পতিবার রাতে সৌরভের বাসার সামনে ছিল ব্যাপক সমাগম। আগে নিজের কালো গাড়িতে সৌরভ, তার একটু পরেই সাদা বিএম ডাবলু-তে দুই বলিউড তারকা। কালো পোশাকে আদিত্য-সারা নামতেই গেটের সামনে দাঁড়িয়ে থাকা সকলে উৎসুক হয়ে পরেন।
এদিকে, ‘মেট্রো ইন দিনো’ ছবিতে চার জোড়া দম্পতির গল্প বলেছেন পরিচালক অনুরাগ বসু- তাদের অন্যতম জুটি সারা-আদিত্য।
ডিএ