আবারও গানের দুনিয়ায় ফিরছেন শঙ্কর চক্রবর্তী

দীর্ঘ ১৫ বছরের বিরতি কাটিয়ে আবারও গানের জগতে ফিরছেন ওপার বাংলার অভিনেতা শঙ্কর চক্রবর্তী। একসময় ‘ক্ষ্যাপা’ ব্যান্ডের অন্যতম সদস্য ছিলেন তিনি। এই ব্যান্ডে তার সহশিল্পী ছিলেন লোকসংগীত শিল্পী অভিজিৎ আচার্য এবং গোপা আচার্য।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, শঙ্করের প্রত্যাবর্তনে সঙ্গী হচ্ছেন অভিজিৎও যা সংগীতপ্রেমীদের মধ্যে নতুন করে উন্মাদনা সৃষ্টি করেছে। এবার ক্ষ্যাপার মহিলা ব্যান্ডের জন্যেই গান গাইলেন শঙ্কর।
ইতোমধ্যেই গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে এবং আগামী ১৩ জুলাই গানটির চিত্রধারণ করা হবে। এই আয়োজনে শঙ্কর ও অভিজিৎ দু’জনেই সমানভাবে প্রস্তুত নিচ্ছেন।
আরও পড়ুন
শঙ্কর চক্রবর্তী বলেন, ‘আমি সেই ব্যান্ডে গান গেয়েছি। ওদের একটি মহিলাদের ব্যান্ডও আছে এবং একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। ক্ষ্যাপার যাত্রা শুরু হয়েছিল প্রায় ১৫ বছর আগে কিন্তু অভিনয়ের ব্যস্ততার কারণে আমি তখন সেভাবে সময় দিতে পারিনি।’
তার কথায়, ‘তবে অভিজিৎ ও গোপা গানের ধারাটি ধরে রেখে নিয়মিত কাজ করে গেছে। এবার আমি আবারও গানের রেকর্ডিং করলাম এবং ঠিক করেছি, আমরা একসঙ্গে অনুষ্ঠান করব, গান গাইব, সবকিছুই একসঙ্গে করব।’
এমআইকে