টেলর সুইফট, বিটিএস’কে পেছনে ফেলল অরিজিৎ সিং

স্পটিফাইয়ে আরও একবার সিংহাসনে বসলেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। বিশ্বজুড়ে সবচেয়ে জনপ্রিয় শিল্পীর তালিকায় শীর্ষস্থান ধরে রাখলেন এই বাঙালি গায়ক। তার পেছনে রয়েছে বিশ্বের নামজাদা সব শিল্পী ও ব্যান্ড- টেলর সুইফট, এড শিরান, বিলি আইলিশ, দ্য উইকএন্ড এবং কোরিয়ান ব্যান্ড বিটিএস।
বলা বাহুল্য, অরিজিতের গানের যাদুতে মোহিত সারাবিশ্বই। আর এই নিয়ে তৃতীয় এই অর্জন গায়কের। ২০২৪ সালে অরিজিতের স্পটিফাই ফলোয়ার সংখ্যা ছিল ১১৮ মিলিয়ন, আর ২০২৫-এর জুলাইয়ের শুরুতে সেই সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ মিলিয়নে।
অন্যদিকে, টেলর সুইফটের ফলোয়ার ১৩৯ মিলিয়ন, এড শিরান ১২১ মিলিয়ন, বিলি আইলিশ ১১৪ মিলিয়ন এবং দ্য উইকএন্ড ১০৭.২ মিলিয়ন ফলোয়ারে দাঁড়িয়ে। বিটিএসের ফলোয়ার সংখ্যা ৮০ মিলিয়নেই সীমাবদ্ধ।
আরও পড়ুন
শুধু অরিজিত নয়, স্পটিফাইয়ের টপ টোয়েন্টি লিস্টে স্থান পেয়েছেন ভারতের সংগীতশিল্পী এআর রহমান। তার গান ও সুরের অনুরাগী ভক্তের সংখ্যা ৪৯ মিলিয়ন।
সম্প্রতি অরিজিৎ সিং ও এড শিরিন মিলে স্যাফিয়ের নামে ট্র্যাক রেকর্ড করেন। যেখানে অরিজিতের জিয়াগঞ্জের স্থানীয় দৃশ্য, গঙ্গার ঘাট ছবিতে সুরের মতোই জাদু দেখিয়েছে।
ডিএ