নিজেকে নিয়ে বাজে মন্তব্য বেছে বেছে পড়েন এই উঠতি অভিনেত্রী!

বলিউডের আসন্ন সিনেমা ‘আঁখোঁ কী গুস্তাখিয়া’র মাধ্যমে বলিউডে পা রাখতে চলেছেন শানায়া কাপুর। তার আগেই সোশ্যাল মিডিয়ার নেতিবাচকতা সহ্য করার ক্ষমতা অর্জন করে নিচ্ছেন তিনি!
সম্প্রতি এক সাক্ষাৎকারে নেটিজেনদের নেতিবাচক মন্তব্য নিয়ে নিজের মনোভাব জানালেন এই উঠতি তারকা। অকপটে বললেন, ‘সামাজিক মাধ্যমে নিজের সম্পর্কে যতো বাজে মন্তব্যই খুঁজি আমি।’
এমন মুহূর্তে যখন বহু তারকারা সাইবার বুলিং, ট্রলিং এড়িয়ে চলার জন্য লড়ছেন, তখন শানায়ার এই বিপরীত দৃষ্টিভঙ্গি ব্যতিক্রম অবস্থান তৈরি করল।
আরও পড়ুন
সেই সাক্ষাতকারে শানায়া বলেন, ‘অনেক সময় মন্তব্যগুলো খুবই নিষ্ঠুর-নোংরা হয়—কী পোশাক পরছি, দেখতে কেমন, শরীর কেমন—এসব নিয়ে। এগুলো আমি আলাদা করে রেখে দেই। আমি আগে থেকেই একটা যাত্রাপথ পেরিয়ে এসেছি। সেই অভিজ্ঞতা থেকেই শিখেছি কোনটা পাশে সরিয়ে রাখতে হবে আর কোনটা গ্রহণ করতে হবে। আমি এগুলোকে ইতিবাচকভাবেই নেই। এটা আমার অভিনয় দক্ষতার প্রতিফলন, যেখান থেকে আমি শেখার সুযোগ পাই।’

এদিকে গত মঙ্গলবার মুক্তি পেয়েছে ‘আঁখোঁ কী গুস্তাখিয়া’-এর ট্রেলার। ক্যারিয়ারে এটাই প্রথম ছবি শানায়ার। তার বিপরীতে রয়েছেন বিক্রান্ত ম্যাসি, যিনি ছবিতে এক দৃষ্টিহীন চরিত্রে অভিনয় করছেন। পরিচালনায় সন্তোষ সিং, কাহিনি লিখেছেন মানসী বাগলা। ছবিটি প্রযোজনা করেছে জি স্টুডিওস এবং মিনি ফিল্মস। আগামী ১১ জুলাই মুক্তি পাবে এই সিনেমা।
ডিএ