‘রেজাল্ট খুব বাজে হয়েছে বা ফেল করেছেন বলে মন খারাপ করবেন না’

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৬৮.৪৫ শতাংশ। ২০২৪ সালে পাসের হার ছিল ৮৩.০৪ শতাংশ। প্রতিবছরের মতো এবার ফল প্রকাশ ঘিরে কোনো ধরনের আনুষ্ঠানিকতা রাখা হয়নি।
এদিকে ছোট পর্দার অভিনেতা খায়রুল বাসার এক পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেছেন যে, এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে যাদের রেজাল্ট খুব বাজে হয়েছে বা ফেল করেছেন বলে মন খারাপ করবেন না।
খায়রুল বাসার লিখেছেন, ‘যাদের রেজাল্ট খুব বাজে হয়েছে বা ফেল করেছেন বলে মন খারাপ করবেন না। বরং খুব বেশি খুশি হয়ে এক দুইদিন রেস্ট নিয়ে নতুন করে দুর্দান্ত শুরু করুন।’

‘রেজাল্ট খারাপ হওয়ার চেয়েও খুব খারাপ কিছু হয় জীবনে। শুকরিয়া আল্লাহ আপনাদের সুস্থ রেখেছেন সুন্দর রেখেছেন।’
আরও পড়ুন
তার কথায়, ‘রেজাল্ট আর এই কাজ ওই কাজ এসব জীবনের কিছু উপলক্ষ মাত্র, সময়ের সাথে আগে পরে আসবে এই যা! এবং চাইলেই অর্জন করা যায়। মন থেকে চাইবেন, পরিশ্রম করবেন, ইনশাআল্লাহ আগামী দিন সুস্থ সুন্দর মনের সাথে রেজাল্টও সুন্দর হবে।’
প্রসঙ্গত, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত ১০ এপ্রিল। পরীক্ষা শেষ হয় ১৩ মে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় নিয়মিত-অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন। ২০২৪ সালের তুলনায় এবার প্রায় এক লাখ পরীক্ষার্থী কম ছিল। এবার ফল তৈরি হয়েছে ‘বাস্তব মূল্যায়ন’ নীতিতে।
এমআইকে