পরকীয়ায় সিআইডির দয়া, হয়েছেন সহ-অভিনেত্রীর সন্তানের বাবাও!

ভারতের সবচেয়ে জনপ্রিয় ক্রাইম-ড্রামা শো ‘সিআইডি’। সেখানে ‘ইন্সপেক্টর দয়া’ চরিত্রে অভিনয় করেছেন দয়ানন্দ শেঠি। এবার এই অভিনেতার নামেই এল পরকীয়ার অভিযোগ!
একসময় সহ-অভিনেত্রী মোনা আম্বেগাঁওকরের সঙ্গে তার প্রেমের গুজবে শোরগোল পড়ে যায় হিন্দি বিনোদন জগতে। সেই অভিনেত্রী সহশিল্পী হিসেবেই দয়ার সঙ্গে কাজ করেছেন। গুঞ্জন ওঠে, দয়া অভিনেত্রী মোনার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত। সিআইডি-তে মোনা ফরেনসিক বিজ্ঞানী ‘ডঃ অঞ্জলিকা দেশমুখ’-এর ভূমিকায় অভিনয় করেছিলেন।
গুজব আরও জোরদার হয় ২০০৫ সালে। সেই বছর মোনা যখন বিবাহ ছাড়াই এক কন্যা সন্তানের জন্ম দেন। একটি সাক্ষাৎকারে মোনা বলেন, ‘হ্যাঁ, আমার একটি কন্যা সন্তান আছে। কিন্তু আমি তার বাবার পরিচয় ততক্ষণ জানাব না, যতক্ষণ না তিনি নিজে পৃথিবীর সামনে তা স্বীকার করেন।’

আরও পড়ুন
কিন্তু যখন এসব ঘটে কিংবা গুঞ্জন ওঠে, তখন অভিনেতা দয়া বিবাহিত। তার স্ত্রীর নাম স্মিতা শেঠি। ভিভা শেঠি নামে এক কন্যা রয়েছে তাদের ঘরে। এমতাবস্থায় এই অভিনেতার বিরুদ্ধে ওঠে পরকীয়ার অভিযোগ।
এ নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন,‘আমি শুনেছি মানুষ মোনা এবং আমাকে নিয়ে কথা বলছে, এবং বলছে যে আমি তার সন্তানের বাবা, কিন্তু এগুলো সবই গুজব। আমি গত ছয় বছর ধরে বিবাহিত এবং মোনার সঙ্গে কোনোদিনই জড়িত ছিলাম না। আমাদের একসঙ্গে খুব কম দৃশ্যই ছিল।’
ডিএ