নেটমাধ্যমে আতঙ্ক! চেহারার এই হাল করলেন কেন উরফি

উদ্ভট সব ফ্যাশনের কারণে নিয়মিত চর্চায় থাকেন উরফি জাভেদ। কখনও তার পোশাক, কখনও সাহসী মেকওভার- সব সময়ই কিছু না কিছু নিয়ে আলোচনায় থাকেন এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তবে এবার তার পোশাক নয়, নিজের চেহারা নিয়ে ভাইরাল হয়েছেন তিনি। যা উদ্বেগও ছড়িয়েছে নেটিজেনদের মাঝে।
সম্প্রতি কিছু ভাইরাল ভিডিও ও ছবিতে দেখা যাচ্ছে, মুখ ও ঠোঁট ফুলে ঢোল হয়ে আছে উরফির। ইনজেকশনের পর ইনজেকশন ফোটানো হচ্ছে ঠোঁটে! আর হঠাৎ এমন রূপ দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন অনেকে। কেউ কেউ ভাবছেন—উরফির কি শরীর খারাপ? কেউ আবার অ্যালার্জির ভয়েও ভুগছেন।
আসলে যা ঘটেছে, তা নিয়েই স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন উরফি নিজেই। তিনি জানিয়েছেন, মুখের পুরনো ফিলার্স সরিয়ে ফেলছেন তিনি। কারণ আগেরটি নষ্ট হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, এ প্রক্রিয়া অত্যন্ত যন্ত্রণাদায়ক বলেও সতর্ক করেছেন সকলকে।
আরও পড়ুন
এর আগেই নিজের ঠোঁটে ফিলার্স ও বোটক্স ব্যবহার করার কথা স্বীকার করেছিলেন উরফি। এবার বললেন, আবার করাবেন ঠিকই, তবে সূঁচ দিয়ে নয়, অন্যভাবে।
সম্প্রতি আরও একটি ভিডিওতে দেখা যায়, অ্যালার্জিতে ফুলে গেছে তার চোখ-মুখ। সেই ছবি পোস্ট করে তিনি চিকিৎসকের পরামর্শও চান উরফি।
ডিএ