‘যদি আরও আগে শুনতাম, তবে জীবন অন্য রকম হতো’

বলিউডের ভাইজান সালমান খান সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ এক আবেগঘন পোস্টে নিজের অনুশোচনার কথা জানিয়েছেন। বাবা সেলিম খানের একটি উপদেশ প্রসঙ্গে তিনি লিখেছেন, সেই কথাগুলো আগে শুনলে নাকি তার জীবনটা অন্যরকম হতে পারত।
অভিনেতার এমন পোস্ট দেখে বিস্মিত তার ভক্ত-অনুরাগীরা। বাবার কোন কথা তিনি অমান্য করেছেন, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
শুক্রবার নিজের একটি ছবি শেয়ার করে সালমান খান পোস্টে লিখেছেন, ‘বর্তমান কখনও তোমার অতীত হয়ে ওঠে, অতীত তোমার ভবিষ্যতের সঙ্গে জুড়ে যায় কখনও কখনও। বর্তমান উপহার, এটিকে সঠিক ভাবে ব্যবহার করো।’
আরও পড়ুন
‘বর্তমানে কোনো ভুল করো না। বারবার করা ভুল অভ্যাসে পরিণত হয়। কাউকে দোষারোপ করো না। কেউ তোমাকে এমন কিছু করতে বাধ্য করতে পারে না, যা তুমি করতেই চাও না।’
এই লেখার সূত্র ধরেই সালমান তার বাবা সেলিম খানের প্রসঙ্গ টানেন। তার কথায়, ‘আমার বাবা (সেলিম খান) আমাকে এই কথাগুলো বলেছেন এবং এগুলো খুবই সত্য। আমি যদি এটা আরও আগে শুনতাম, তবে জীবন অন্যরকম হতো। যদিও এখন খুব বেশি দেরি হয়ে যায়নি।’
সালমানের এই পোস্ট দেখে তার অনুরাগীরা প্রশ্ন তুলেছেন, বাবার কোন উপদেশ তিনি অমান্য করেছেন। যে কারণে এখন তার মন খারাপ? যদিও অভিনেতা নিজে এর কোনো ব্যাখ্যা দেননি।
এমআইকে