প্রবীণদের জন্য মহৎ উদ্যোগ নিলেন বলিউড অভিনেতা সোনু সুদ

বলিউডের খলনায়ক হলেও বাস্তব জীবনে মানবতার নায়ক সোনু সুদ। গেল বুধবার ৫২ বছরে পা রাখলেন এই অভিনেতা। আর জন্মদিনে নিজেকে নয়, উপহার দিলেন সমাজের প্রান্তিক এক শ্রেণিকে। ঘোষণা করলেন প্রবীণ নাগরিকদের জন্য এক আধুনিক বৃদ্ধাশ্রম গড়ার উদ্যোগ।
করোনা আসার পর থেকে অনেকেই তাকে ‘জনতার নায়ক’ বলে ডাকেন। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো থেকে শুরু করে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো, অনাথদের মাথা গোঁজার ঠাঁই করে দেওয়া— প্রতিটি পদক্ষেপেই প্রমাণ রেখেছেন মানুষের পাশে থাকা যায় দলের পতাকা ছাড়াও।
এবার জন্মদিনে পাঁচশো প্রবীণের আশ্রয়ের ব্যবস্থা করলেন সোনু সুদ। এই বৃদ্ধাশ্রমে থাকবে চারবেলা খাবার, প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা এবং প্রত্যেকের শারীরিক অবস্থা অনুযায়ী বিশেষ ডায়েট; যার পুরো দায়ভার বহন করবেন অভিনেতা।
আরও পড়ুন
শুধু তাই নয়, মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী প্রত্যেকের জন্য আলাদা করে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা থাকবে বলেও জানা গেছে। সোনুর এহেন মানবিক উদ্যোগে শুভেচ্ছা ও প্রশংসা জানিয়েছেন তার ভক্তরা।
ডিএ