অ্যামাজন প্রাইমে শাকিব খানের ৩ সিনেমা

দর্শকদের সিনেমা দেখার অভ্যাস বদলেছে কয়েক বছরে। হলের চেয়ে অনলাইনে সিনেমা দেখতে এখন স্বাচ্ছন্দবোধ করেন তারা। বিশেষ করে মহামারি করোনায় ওটিটি প্লাটফর্মের জনপ্রিয়তাও বেড়েছে। দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম।
এবার বিশ্বের বিভিন্ন দেশের সিনেমার সঙ্গে দেখা যাবে শাকিব খানের সিনেমাও। সম্প্রতি অ্যামাজন প্রাইম-এ তিনটি সিনেমা মুক্তি পেয়েছে দেশের এই শীর্ষ নায়কের। সেগুলো ‘শিকারি’, ‘চালবাজ’ ও ‘ভাইজান এলো রে’। এরমধ্যে ‘শিকারি’ সিনেমাটি বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার। অন্য দুটি কলকাতার একক প্রযোজনার সিনেমা।
কলকাতার শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ জানায়, ৫০টি সিনেমা অ্যামাজন প্রাইমে দিয়েছে তারা। এরমধ্যে দুটি শাকিব খানের সিনেমা।
শাকিব খানের প্রথম যৌথ প্রযোজনার সিনেমা ‘শিকারি’। এই সিনেমা দিয়ে নতুন এক শাকিবকে পাওয়া যায়। তার লুক অভিনয় দিয়ে চমকে দিয়েছেন দর্শকদের। ২০১৬ সালে মুক্তি পায় এই সিনেমা। চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দীপ মুখার্জী। এতে শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। এছাড়াও সহশিল্পী হিসেবে চলচ্চিত্রটিতে অমিত হাসান, খরাজ মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত এবং রাহুল দেব অভিনয় করেছেন।
২০১৮ সালে মুক্তি পায় ‘চালবাজ’। এটি শাকিবের প্রথম কলকাতার সিনেমায় কাজ। সিনেমাটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী। এতে শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে জুটি বাঁধেন শাকিব খান।
‘ভাইজান এলো রে’ মুক্তি পায় ২০১৮। সিনেমাটি পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জী। এই সিনেমা দিয়ে আবারো শ্রাবন্তীর সঙ্গে জুটি বাঁধেন শাকিব খান।
এমআরএম