আদালতে অক্ষয়-আরশাদের ঝগড়া, ঢুকে পড়ল ছাগল!

বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘জলি এলএলবি’র তৃতীয় কিস্তিতে আবারও ফিরছেন তারকা জুটি অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসি। প্রথম দুই পর্বে তাদের কর্মকাণ্ড দেখে হেসে লুটিয়েই পড়েছিল দর্শকরা। এবারও হয়তো ঘটতে যাচ্ছে এমন কিছুই! কারণ, এবারের গল্পে অক্ষয় ও আরশাদ ওয়ারসির ক্যাচাল গড়ায় আদালত পর্যন্ত; কোর্টরুমে চলবে দুই তারকার তুমুল বাকবিতণ্ডা।
মঙ্গলবার সকালে প্রকাশ হলো বলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘জলি এলএলবি’র তৃতীয় কিস্তির প্রথম ঝলক। টিজার প্রকাশের পরই দর্শকদের মাঝে পড়ে গেছে হাসির রোল! স্পষ্ট বোঝা যাচ্ছে, এবারের গল্পের কেন্দ্রবিন্দু ‘জলি ভার্সেস জলি’। আদালতে মুখোমুখি লড়াইয়ে নামছেন দুই জলি। যেখানে জলি মিশ্র চরিত্রে অক্ষয় কুমার এবং জলি ত্যাগী চরিত্রে আছেন আরশাদ ওয়ারসি।
আরও পড়ুন
এই আইনযুদ্ধের সাক্ষী থাকবেন বিচারক ত্রিপাঠীর ভূমিকায় সৌরভ শুক্লা। টিজারে দেখা যায়, আদালতে দুই জলির তুমুল বাকবিতণ্ডা সামাল দিতে হিমশিম খাচ্ছেন বিচারক। এর মধ্যেই হঠাৎ কোর্টরুমে ঢুকে পড়ে এক ছাগল, যা মুহূর্তেই হাসির আমেজ আরও বাড়িয়ে দেয়। সব মিলিয়ে ‘জলি এলএলবি থ্রি’ যে দর্শকদের জন্য জমজমাট এক কমেডি কোর্টরুম ড্রামা নিয়ে আসছে, তা বলাই যাচ্ছে।
উল্লেখ্য, এই সিনেমায় অভিনেতা খরাজ মুখার্জি এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। টিজারের পাশাপাশি রিলিজের দিনক্ষণও জানানো হয়েছে নির্মাতাদের পক্ষ থেকে। চলতি বছরের ১৯ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে ‘জলি এলএলবি ৩’।
ডিএ