শ্বাসকষ্ট নিয়ে পুত্রসহ হাসপাতালে ভর্তি পরীমণি

কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন চিত্রনায়িকা পরীমণির পুত্র শাহীম মুহাম্মদ পূণ্য। ছেলের শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছেন পরীমণি।
ছেলের পাশাপাশি নিজেও শ্বাসকষ্ট ও জ্বরে ভুগছেন। ফলে দেরি না করে চিকিৎসকের পরামর্শেই হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেত্রী।
জানা গেছে, পরীমণির শ্বাসকষ্টের সমস্যা কমেছে। তবে তার এখন প্রচন্ড জ্বর। চিকিৎসকরা ওষুধপত্র দিয়েছেন। শরীরে ব্যথাও আছে। চিকিৎসকের পরামর্শ, আরো কয়েকটা দিন হাসপাতালে ভর্তি থাকতে হবে। পাশাপাশি নেবুলাইজ করতে হবে।
কিছুদিন আগে দেশে ঘটে যাওয়া একটি বিমান দুর্ঘটনার মর্মান্তিক দৃশ্য দেখে প্যানিক অ্যাটাকের শিকার হন পরীমণি। তারপর তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। সেই ধাক্কা সামলে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেন এই অভিনেত্রী।
আরও পড়ুন
এরই মধ্যে গত ১০ আগস্ট ছেলের জন্মদিনের পরই আবারও অসুস্থ হয়ে পড়েন মা-সন্তান দুজনেই। চিকিৎসকের পরামর্শে রোববার দুপুরেই হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, পরীমণির পরবর্তী সিনেমা ‘গোলাপ’। খুব শিগগির সিনেমাটির শুটিং শুরু করবেন তিনি। ‘গোলাপ’ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন নিরব। রাজনৈতিক-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করছেন সামছুল হুদা।
এনএইচ