শেখ হাসিনার সঙ্গে ছবি প্রকাশ করে যা লিখলেন বাঁধন

গত জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। শেখ হাসিনার পতনের পর বিজয়োল্লাসে মেতেছিলেন তিনি। রিকশায় চড়ে ঘুরে বেড়িয়েছেন গোটা ঢাকা শহর।
যে কারণে গত ৫ আগস্টের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত আওয়ামী লীগ সমর্থকের রোষানলে পড়তে হচ্ছে এই অভিনেত্রীকে। যেসবের জবাবও দিয়েছেন বাঁধন।
সম্প্রতি ফেসবুক অ্যাকাউন্টে পতিত স্বৈরাচার শেখ হাসিনার সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি প্রকাশ করেছেন এই নায়িকা। যেখানে তিনি জানিয়েছেন, একটা সময় শেখ হাসিনাকে ভালোবাসতেন।
একইসঙ্গে বাঁধন বলেছেন, ক্ষমতা মানুষকে শয়তানেও পরিণত করতে পারে।
শেখ হাসিনার সঙ্গে হাস্যোজ্জ্বল সেই ছবি প্রকাশ করে বাঁধন তার স্ট্যাটাসে লিখেছেন, ‘এই ছবিটা? ওই সময় আমি মজা করে তাকে বলেছিলাম—অনেকে ভাবছে আমরা নাকি আগে থেকে ঠিক করে একই রঙের পোশাক পরেছি। তিনি তখন হেসেছিলেন। সেই হাসিটা তখন আমার কাছে সত্যি মনে হয়েছিল। সেই মুহূর্তে তিনি আমাদেরই একজন বলে মনে হয়েছিল।’
আরও পড়ুন
স্মৃতিচারণ করে বাঁধন বলেন, ‘তার গল্প আমাকে অনুপ্রাণিত করেছিল। এক রাতে পুরো পরিবার হারিয়েছিলেন, শরণার্থী হিসেবে জীবন কাটিয়েছেন, তবুও সেই দেশেই ফিরে এসেছেন—যে দেশ তার সবকিছু কেড়ে নিয়েছিল। এমন সাহস খুব কম মানুষই দেখাতে পারে। কিন্তু সময়ের সাথে আমি দেখেছি, ক্ষমতা মানুষকে শয়তানেও পরিণত করতে পারে।’
অভিনেত্রী আরও বলেন, ‘শুধু তার সঙ্গে হাসলাম মানে এই নয় যে, আমি প্রধানমন্ত্রী হওয়ার পথে আছি! তাহলে আমার সহকর্মী আওয়ামী লীগ কর্মীরা এত ভয় পাচ্ছেন কেন? আমি কথা বলি—মানুষের কথা বলি। আমি দেশের মানুষের পাশে আছি। আপনারা কেন আমাকে নিয়েই এত ব্যস্ত? জানি, হয়তো আপনারা আর রাজনীতিতে ফিরতে পারবেন না, কিন্তু অন্তত একজন মানুষের মতো আচরণ তো করতে পারেন। clearance certificate-এর দায়িত্বে যারা আছেন, তাদের জিজ্ঞেস করুন ২০২৪ সালের নির্বাচনে তারা আমাকে কী প্রস্তাব দিয়েছিল। মানুষের মতো আচরণ করা কঠিন হয়ে গেছে—কারণ অনেকে আর মানুষ নেই। কিন্তু চেষ্টা করলে সম্ভব। একজন প্রকৃত নেতা হোন, মানুষ হোন।’
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জবাবে বাঁধন বলেন, ‘আমাকে যেভাবে আক্রমণ করেছেন, দেশের নারীদের সঙ্গেও আপনারা ঠিক এভাবেই আচরণ করেন। যান, চালিয়ে যান এইসব বাজে কথা! আপনারা জিতেছেন—অভিনন্দন। কিন্তু আমাকে আক্রমণ করা ছাড়া আপনাদের আর কোনো কাজ নেই? নাকি ঠিক করেছেন, যে সবচেয়ে খারাপ মানুষ, তাকেই আপনারা ক্ষমতায় এনে সংসদ সদস্য বানাবেন?’
এনএইচ