৯ জুলাই আসছে ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

১৫ জুন ২০২১, ০৪:১৫ পিএম


৯ জুলাই আসছে ফারুকীর ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’

দেশের নন্দিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী গত জানুয়ারিতে ঘোষণা দিয়েছিলেন প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন। এরপর জুনে জানান, জিফাইভ গ্লোবালের প্রযোজনায় এটির নাম ‘লেডিস অ্যান্ড জেন্টলম্যান’।

নতুন খবর হলো ফারুকীর প্রথম ওয়েব ফিল্মটি মুক্তি পাচ্ছে ৯ জুলাই। সোমবার (১৪ জুন) রাতে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এই নির্মাতা। এতে নির্মাতা ফারুকী ছাড়াও যুক্ত ছিলেন জিফাইভ গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ, সিরিজের অভিনেতা-অভিনেত্রী তাসনিয়া ফারিন, পার্থ বড়ুয়া, হাসান মাসুদ, ইরেশ যাকের, মুকিত জাকারিয়া, পাভেল আরিন, মারিয়া নূর প্রমুখ।

Dhaka Post

জানা যায়, এক সাধারণ মেয়ে থেকে ধীরে ধীরে দেশের সকল কর্মজীবী নারীর কণ্ঠস্বর হয়ে ওঠার গল্প নিয়ে এই সিরিজ। ৮ পর্বের সিরিজটি উঠে এসেছে নারী-পুরুষের সম্পর্কের জটিলতা, সমাজে নারী বিদ্বেষসহ আরও নানা বিষয়। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন ও ​তাসনিয়া ফারিন। সিনেমাটোগ্রাফি করেছেন আন্তর্জাতিকভাবে সমাদৃত অ্যালেক্সি কসোরুকভ।

উল্লেখ্য, জিফাইভ অ্যাপ ও ওয়েবসাইটে সিরিজটি একেবারে ফ্রিতে দেখতে পাবেন বাংলাদেশের দর্শকরা।

আরআইজে

Link copied