বাগি ফোর’র আপত্তিকর দৃশ্য কাটতে গিয়ে নাজেহাল সেন্সর বোর্ড

সদ্যই মুক্তি পেয়েছে টাইগার শ্রফ ও সঞ্জয় দত্তের বলিউড ছবি ‘বাগি ফোর’ এর টিজার। যেখানে দেখা যায় প্রেম নিয়ে এক ধুন্ধুমার অ্যাকশন; যা বেশ সাড়া ফেলেছে দর্শকমহলে। আর সেই সিনেমার ছাড়পত্র দিতে গিয়ে একরকম নাজেহাল অবস্থা ভারতের চলচ্চিত্র সেন্সর বোর্ডের।
বলিউডের একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, এই সিনেমার মোট ২৩টি দৃশ্যে কাঁচি চালানো হয়েছে। এও জানা গেছে, ছবির একাধিক সংলাপে গালিগালাজ, রক্তগঙ্গা বয়ে যাওয়া হাড়হিম করা অ্যাকশন সিকোয়েন্স থেকে রগরগে নগ্ন দৃশ্য, এমনকী কনডমের ব্যবহারও দেখানো হয়েছে। আর সেসব কারণেই তেইশটি দৃশ্যের কিছু দৃশ্য পরিবর্তন করার নির্দেশ দেওয়া হয়েছে, আবার কোনোটা পুরোপুরি ছবি থেকে ছাঁটাই করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন
এছাড়াও ছবির এক দৃশ্যে যীশু মূর্তিতে ছুরিকাঘাত করা হয়। আরেক চরিত্রকে দেখা যায় কফিনের ওপর দাঁড়িয়ে থাকতে, সেই দুটি দৃশ্যে পুরোপুরি কাঁচি চালানো হয়েছে। আরেক দৃশ্যে প্রদীপের শিখা থেকে বিড়ি জ্বালাতে দেখা যায়। আর কাঁপন ধরিয়ে দেওয়া সিনেমার সবথেকে রোমহর্ষক সিকোয়েন্সটি সঞ্জয় দত্তের। যেখানে ‘ইয়ে মেরা হুসন’ গানটিতে কাটা হাতে অভিনেতাকে সিগারেট জ্বালাতে দেখা যায়। এই দুই দৃশ্যও নির্মাতাদের ছেঁটে ফেলার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। গালিগালাজ, অশ্লীল সংলাপও ‘মিউট’ করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
তবে শেষমেশ ‘বাগি ফোর’কে ‘এ’ সার্টিফিকেট ধরিয়ে রিলিজের ছাড়পত্র দিয়েছে সেন্সর বোর্ড।
ডিএ