মাথায় ডিম ফাটিয়ে দৌড়, হুমকি দিলেন চাহাত ফাতেহ আলী

যুক্তরাজ্যের একটি রেস্তোরাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন বিতর্কিত পাকিস্তানি গায়ক চাহাত ফাতেহ আলী খান। অভিযোগ, ব্ল্যাকবার্নের একটি রেস্তোরাঁয় তার সঙ্গে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়। বিষয়টি শুরুতে গোপন থাকলেও পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় সেই দৃশ্য। আর তাতেই রেস্তোরাঁ কর্তৃপক্ষের ওপর চটে যান চাহাত।
ঘটনাটি ঘটে গত ১৯ জুন। ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, ওইদিন যুক্তরাজ্যের ব্ল্যাকবার্নের 'পারাঠা স্টপ' নামের একটি পাকিস্তানি রেস্তোরাঁ থেকে বের হচ্ছিলেন চাহাত। তার পারফরমেন্স শেষে ভক্তরা ছবি তুলছিলেন। এমন সময়ে মুখোশধারী দুই অজ্ঞাত আচমকা তার মাথায় ডিম ফাটান, আর দৌড়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যেই কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন চাহাত ফাতেহ আলী খান।
আরও পড়ুন
View this post on Instagram
পাকিস্তানি একটি সংবাদমাধ্যম বলছে, প্রথমদিকে চাহাত রেস্তোরাঁ কর্তৃপক্ষের কাছে ভিডিও ফুটেজ চাইলে তারা নাকি জানায়, কোনো ভিডিও নেই। কিন্তু বৃহস্পতিবার হঠাৎ করেই রেস্তোরাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে সেই ভিডিও পোস্ট করা হয়, এবং হামলাকারীদের বিষয়ে জনসাধারণের কাছে তথ্য চাওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে চাহাত ভিডিওটির গোপনীয়তা ভঙ্গের অভিযোগ তোলেন রেস্তোরাঁর দুই মালিকের বিরুদ্ধে।
এদিকে এক ভিডিও বার্তায় চাহাত বলেন, “আমাকে পারফর্ম করার জন্য ওই রেস্তোরাঁয় আমন্ত্রণ জানানো হয়েছিল। পারফরম্যান্স শেষে ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। রেস্তোরাঁ কর্তৃপক্ষ প্রথমে সত্য লুকিয়েছিল। আমি আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করছি।”
সুত্র : ডন
ডিএ