জুবিন গার্গের মৃত্যু নিয়ে প্রশ্ন, ফের ময়নাতদন্তের নির্দেশ

ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় নতুন করে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আসাম রাজ্য সরকার। মঙ্গলবার গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এ ময়নাতদন্ত হবে বলে জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
প্রথম ময়নাতদন্তের রিপোর্টে জানানো হয়েছিল, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় পানিতে ডুবে জুবিনের মৃত্যু হয়েছে। তবে ঘটনার বেশ কিছু বিষয় স্পষ্ট না হওয়ায় নতুন করে ময়নাতদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, সামাজিক মাধ্যমে নতুন করে দাবি ওঠায় এবং পরিবারের অনুমতি সাপেক্ষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জুবিনের মৃত্যুর আগের রাতে তার দলের সদস্যরা পার্টি করেছিলেন এবং মদ্যপানের বিষয়ও উঠে এসেছে। জানা গেছে, ডাইভিংয়ের সময় তিনি লাইফ জ্যাকেট পরেননি। কেন এমন অবহেলা ঘটল এবং পর্যাপ্ত নিরাপত্তা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
আরও পড়ুন
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ব্যক্তিগতভাবে আমি দ্বিতীয়বার ময়নাতদন্তের পক্ষে নন তিনি। তবে মানুষের প্রশ্নের উত্তর দেওয়া এবং রাজনৈতিক বিতর্ক এড়াতেই এ পদক্ষেপ। দ্বিতীয় ময়নাতদন্ত শেষ হওয়ার পরই গায়কের শেষকৃত্য সম্পন্ন হবে।
উল্লেখ্য, পানিতে ভয় থাকলেও কীভাবে জুবিনকে স্কুবা ডাইভিংয়ে অংশ নিতে দেওয়া হলো, সেটিও এখন তদন্তের বিষয় হয়ে উঠেছে।
ডিএ