করোনার মধ্যেই কলকাতায় শুটিংয়ের অনুমতি

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভয়াবহ অবস্থার মধ্যে বন্ধ ছিল কলকাতার সকল শুটিং। রাজ্যের সরকার থেকে এমন নির্দেশনা দেওয়া হয়েছিল। এছাড়াও ২০টি ধারাবাহিকের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইন্ডাস্ট্রির কয়েকটি ফেডারেশন।
সেই নিষেধাজ্ঞা শেষে আবারও শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। প্রযোজক-পরিচালক শৈবাল বন্দ্যোপাধ্যায় কলকাতার এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, যে ২০টি ধারাবাহিকের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ফেডারেশন সেগুলোর পাশাপাশি বাকি সব শুটিং শুরু হয়েছে শুক্রবার সকাল থেকেই।
অভিনেতা ও পরিচালক পরমব্রত এই প্রসঙ্গে বলেন, ‘২ সংগঠনের মতানৈক্যের কারণে লকডাউন ওঠার পরেও শুটিং থমকে ছিল। কাজ বন্ধ মানেই উপার্জন বন্ধ। এতে সমস্যা বাড়বেই। সেই জায়গা থেকেই আমি, রাজ চক্রবর্তী, অরূপ বিশ্বাস সংগঠনের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসি। ঠিক হয়, আপাতত জীবন-জীবিকার স্বার্থে সমস্ত ক্ষোভ, অভিযোগ সরিয়ে রেখে আগের আগের মতোই কাজ করবেন সবাই।’
পাশাপাশি পরমব্রত আরও জানান, কাজ শুরু হল মানেই যাবতীয় ক্ষোভ মুছে গিয়েছে সবার মন থেকে এমনটা ভাবার কোনও কারণ নেই। সংগঠনগুলোর অভিযোগ একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। ফলে, পরিস্থিতি স্বাভাবিক করতে আরও কয়েকটি বৈঠক হবে। ধাপে ধাপে আলোচনার মাধ্যমে যাবতীয় ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার চেষ্টা করা হবে।
আবারও শুটিং শুরু হওয়ায় স্বস্তি পেলেন পরিচালক রাজেন্দ্র প্রসাদ দাস। তার পরিচালনায় ২টি ধারাবাহিক ‘মিঠাই’ এবং ‘রাণী রাসমণি’ প্রচার হচ্ছে। শুক্রবার থেকে শুটিং শুরু হয়েছে ‘মিঠাই’-এর। তিনি বলেন, ‘আমিও ফেডারেশনের সদস্য। কিন্তু এই অচলাবস্থা দেখতে ভালো লাগছিল না। তাই আন্তরিকভাবেই চেয়েছিলাম, সব যেন ঠিক হয়ে যায়।’
এমআএম