অমিতাভ বচ্চনের সহ-অভিনেতার মরদেহ উদ্ধার

ভারতের নাগপুরে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের অভিনীত ছবির সহ-অভিনেতা প্রিয়াংশু ওরফে বাবু রবি সিং ছেত্রীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে প্রিয়াংশুর বন্ধু ধ্রুব লাল বাহাদুর সাহুর সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, মঙ্গলবার রাতেই ধ্রুব এবং প্রিয়াংশু জারিপটকা এলাকার এক পরিত্যক্ত বাড়িতে মোটরবাইকে করে মদ্যপান করতে যান। এ সময় দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়; এরপর হয় হাতাহাতি।
প্রিয়াংশুই নাকি প্রথমে বন্ধু ধ্রুবকে ঝগড়ার মাঝে শাসিয়েছিলেন। এবং পরে মদ্যপ অবস্থায় ঘুমিয়ে পড়েন। এরপরই ভয়ঙ্কর পরিণতি হয় ‘ঝুন্ড’ অভিনেতার।
আরও পড়ুন
পুলিশ জানিয়েছে, ধ্রুব ধারাল অস্ত্র ব্যবহার করে প্রিয়াংশুর ওপর আক্রমণ চালান। তাকে অর্ধনগ্ন অবস্থায় প্লাস্টিক দিয়ে বেঁধে রাখা হয়। স্থানীয়রা প্রিয়াংশুকে অর্ধনগ্ন অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ পরবর্তীতে ধ্রুবকে গ্রেপ্তার করে।

প্রিয়াংশু ছেত্রী ২০২২ সালে অমিতাভ বচ্চনের সঙ্গে স্পোর্টস ড্রামা ‘ঝুন্ড’-এ অভিনয় করেছিলেন। ছবিটি নাগপুরের সমাজকর্মী বিজয় বার্সের জীবনীভিত্তিক, যেখানে পিছিয়ে পড়া শিশুদের নিয়ে ফুটবল টিম তৈরি করার গল্প দেখানো হয়েছিল। ‘ঝুন্ড’-এ অভিনয় করে প্রিয়াংশু খ্যাতি পেয়েছিলেন এবং অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন।
ডিএ