ডেটিং অ্যাপ থেকে প্রেম, ফের বিয়েতে বসলেন অভিনেত্রী

দ্বিতীয়বারের মতো বিয়ে করলেন হিন্দি টেলি অভিনেত্রী সারা খান। এক বছর সম্পর্কে থাকার পর গত ৬ অক্টোবর অভিনেতা-প্রযোজক কৃষ পাঠকের সঙ্গে আইনি বিবাহ সেরেছেন সারা।
বিয়ের অভিজ্ঞতা জানিয়ে সারা বলেন, “আমার গায়ে কাঁটা দিচ্ছিল, যে রকম সঙ্গী আমি সবসময় চেয়েছি, ও তেমনই একজন মানুষ। আমি মনে করি, যখন কেউ ধৈর্য ধরে অপেক্ষা করে, তখনই সঠিক মানুষ জীবনে আসে। আমার মনে হয় এই জীবন পেরিয়েও একই সূত্রে গেঁথে থাকব আমরা।”
সারা জানান, তাদের আইনি বিয়েটি একটি অন্তরঙ্গ অনুষ্ঠান ছিল। তবে ডিসেম্বরে ধুমধাম করে জীবনের নতুন অধ্যায় শুরু করবেন তারা।

আরও পড়ুন
এক বছর আগে একটি ডেটিং অ্যাপে কৃষের সঙ্গে পরিচয় সারার। কৃষের ছবি দেখেই নাকি তাকে খুব আপন মনে হয়েছিল অভিনেত্রীর। এরপর তারা চ্যাট করতে শুরু করেন এবং পরের দিনই দেখা করেন। দেখা করার সময় তিনি সরাসরি জানান যে তিনি কোনো অস্থায়ী আনন্দ খুঁজছেন না। বরং স্থায়ী সম্পর্ক চান।
কৃষ নিজেও পেশায় একজন অভিনেতা। তিনি জানান, তারা দুজনেই অতীতের সম্পর্কে ধাক্কা খেয়েছেন। সেই যন্ত্রণা থেকে সেরে উঠতেই একে অপরকে খুঁজে পান তারা।
সারা ‘সাপনা বাবুল কা... বিদাই’, ‘প্রীত সে বান্ধি ইয়ে ডোরি রাম মিলায়ি জোড়ি’ এবং ‘সসুরাল সিমর কা’র মতো ধারাবাহিকে অভিনয়ের জন্য পরিচিত।
সারা ২০১০ সালে আলি মার্চেন্টের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তবে ২০১১ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এবার কৃষের হাত ধরে জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন অভিনেত্রী।
ডিএ