‘নিজের বাড়িতেই নিরাপদ নই’

বলিউডের ভাইজান সালমান খানের প্রাক্তন প্রেমিকা ও অভিনেত্রী সঙ্গীতা বিজলানি সম্প্রতি তার পুনের বাসভবনে ঘটে যাওয়া চুরির ঘটনা নিয়ে মুখ খুলেছেন। এই বছরের শুরুতে ঘটে যাওয়া এই ঘটনায় তিনি এখনও আতঙ্কিত ও অস্বস্তিতে ভুগছেন বলে জানিয়েছেন।
ভারতীয় গণমাধ্যমে সঙ্গীতা বিজলানি বলেন, ‘আমি বিশেষ ভাবে পুনেতে এসেছি এসপি সন্দীপ সিং গিলের সঙ্গে দেখা করতে এবং তদন্ত দ্রুত শেষ করার অনুরোধ জানাতে। আমি একজন মেয়ে হিসেবে নিজের বাড়িতে নিজেকে নিরাপদ মনে করছি না, যে বাড়িতে আমি গত ২০ বছর ধরে বসবাস করছি।’
প্রতিবেদনে আরও বলা হয়, চুরির ঘটনাটি ঘটেছে পুনের টিকোনা পেঠ এলাকার পবনধারণ অঞ্চলে অবস্থিত বিজলানির বাংলোয়। চোরেরা পেছনের দিক দিয়ে ঢুকে ৫০ হাজার রুপি ৭ হাজার রুপি মূল্যের একটি টেলিভিশন সেট চুরি করে।

আরও পড়ুন
এই মামলাটি লোনাভালা রুরাল থানায় নথিভুক্ত হয়েছে। অভিযোগটি দায়ের করেছেন বিজলানির একজন ব্যক্তিগত কর্মচারী। চার মাস ধরে বাংলোটি খালি ছিল, এবং এই বছর ১৮ জুলাই সকাল সাড়ে ৯টা নাগাদ বিজলানি যখন সেখানে যান, তখনই চুরির বিষয়টি ধরা পড়ে। তদন্ত এখনও চলছে এবং অভিযুক্তরা পলাতক।
মাত্র ১৬ বছর বয়সে মডেলিং শুরু করেন সঙ্গীতা বিজলানি। ১৯৮০ সালে মিস ইন্ডিয়া ইউনিভার্স খেতাব জিতে জাতীয় স্বীকৃতি পান। দক্ষিণ কোরিয়ার সিওলে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করেন এবং সেরা জাতীয় পোশাকের পুরস্কার জেতেন, যা তার মা পুনম বিজলানি ডিজাইন করেছিলেন।
১৯৮৮ সালে ‘কাতিল’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার, যেখানে তিনি আদিত্য পঞ্চোলির বিপরীতে অভিনয় করেন। এরপর ফিরে তাকাতে হয়নি। ‘ত্রিদেব’, ‘হাতিয়ার’, ‘জুর্ম’, ‘যোদ্ধা’, ‘যুগন্ধর’, ‘ইজ্জ়ত’ এবং ‘লক্ষ্মণ রেখা’-র মতো সফল ছবিতে অভিনয় করেন।
এমআইকে