হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রেম চোপড়া

বার্ধক্যজনিত অসুস্থতা এবং ভাইরাল সংক্রমণের কারণে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের আইকনিক ‘খলনায়ক’ প্রেম চোপড়া। অবশেষে সেই উদ্বেগ কাটল। ৯২ বছর বয়সী এই বর্ষীয়ান অভিনেতা হাসপাতাল থেকে ছাড়া পেয়ে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন বলে নিশ্চিত করেছে তার পরিবার।
সংবাদ সংস্থা এএনআই সূত্র অনুযায়ী, প্রায় এক সপ্তাহ ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অভিনেতার শারীরিক জটিলতা বাড়ায় তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রেও রাখা হয়েছিল। তবে বর্তমানে তিনি সুস্থ এবং শঙ্কা মুক্ত রয়েছেন।
লীলাবতী হাসপাতালের চিকিৎসক জলিল পার্কার একটি বিবৃতিতে জানান, ৯২ বছর বয়স হওয়ায় তার শারীরিক জটিলতা কাটিয়ে উঠতে কিছুটা সময় লেগেছে। তবে প্রয়োজনীয় চিকিৎসা শেষে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন।
দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে অভিনয় জগতে দাপট দেখিয়েছেন প্রেম চোপড়া। প্রায় ৩৮০টি চলচ্চিত্রে অভিনয় করে তিনি হিন্দি সিনেমার ইতিহাসে অন্যতম সফল ও আইকনিক খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
বিশেষ করে ১৯৬০ ও ১৯৭০-এর দশকে নেতিবাচক চরিত্রে তার অভিনয় তাকে এনে দিয়েছে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। তার উল্লেখযোগ্য কিছু চলচ্চিত্রের মধ্যে রয়েছে- ওহ কৌন থি? (১৯৬৪), উপকার (১৯৬৭), দো রাস্তে (১৯৬৯), কটি পতঙ্গ (১৯৭০), ববি (১৯৭৩), দো আনজানে (১৯৭৬), ত্রিশূল (১৯৭৮), দোস্তানা (১৯৮০) এবং ক্রান্তি (১৯৮১)।
এমআইকে