‘মানুষ মৃত্যুর চেয়ে বদনামকে বেশি ভয় করে’

ওপার বাংলার ছোট পর্দার অভিনেতা জিতু কামাল স্টার জলসার সিরিয়াল 'চিরদিনই তুমি যে আমার' থেকে সরে দাঁড়ালেন। অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গে চলমান সংঘাতের জেরেই তিনি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।
গতকাল এই অভিনেতা-অভিনেত্রীর পারস্পরিক দ্বন্দ্ব নিরসনে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠকে সিরিয়ালটির প্রযোজক শ্রীকান্ত মোহতাও উপস্থিত ছিলেন। ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, এই বৈঠকের পরপরই জিতু কমল সিরিয়ালটি ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
যদিও জিতু কমল এখনও আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেননি, কেবল ইনস্টাগ্রামের ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন। অন্যদিকে, প্রযোজনা সংস্থার পক্ষ থেকেও এ নিয়ে কোনো মন্তব্য করেনি।
ইনস্টাগ্রাম স্টোরিতে জিতু কামাল লিখেছেন, ‘ধন্যবাদ, দারুণ অভিজ্ঞতার জন্য। কিন্তু এটা তোমার জয় নয়, বরং তোমার অভিশপ্ত জীবনের শুরু। মানুষ মৃত্যুর চেয়ে বদনামকে বেশি ভয় করে।’
জিতুর অভিযোগ, সহ-অভিনেত্রী দিতিপ্রিয়া রায় প্রায়শই তার নির্ধারিত ‘কলটাইম’-এর অনেক পরে সেটে আসতেন। সেদিনও দিতিপ্রিয়ার জন্য জিতুকে প্রস্তুত হয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। এতেই চরম বিরক্তি প্রকাশ করেন জিতু।
একপর্যায়ে তিনি সেট ছেড়ে বেরিয়েও যান। ধারণা করা হচ্ছে, সেই মুহূর্ত থেকেই এই দুই তারকার মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে এবং যা সিরিয়াল ছাড়ার মতো সিদ্ধান্তে রূপ নেয়।
এমআইকে