অভিনয়ে এসেই ইনটিমেসি, কেন নিজেকে ভালো শিল্পী ভাবেন ঋষভ?

সদ্য মুক্তি পেয়েছে টালিউডের নতুন সিনেমা ‘দি অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ সিনেমা। যেখানে দেখা গেছে ওপার বাংলার নায়িকা পায়েল সরকারকে। সঙ্গে এই সিনেমাতে দর্শকদের একটু অন্যভাবেই নজর কেড়েছেন এখনকার সময়ের অভিনেতা ঋষভ বসু। বিশেষ করে, পায়েলের সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্ত থেকে শরীর প্রদর্শন- সব মিলিয়ে আলোচনায় ছিলেন ঋষভ।
কিন্তু অভিনয় জগতে এসেই যেন বলিউডের ইমরান হাশমির জায়গায় অবস্থান করতে চাইছেন এই অভিনেতা- এমনই মত দর্শকদের। কারণ, শুরু থেকেই প্রায় এমন কোনো ওয়েব ফিল্ম, সিনেমা নেই যে যেখানে ঋষভকে নায়িকার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়নি।
বিশেষ করে ‘শ্রীকান্ত’ ওয়েব সিরিজে সোহিনী সরকারের সঙ্গে তার অন্তরঙ্গ রসায়ন বেশ আলোচনা সৃষ্টি করেছিল দর্শকমহলে। ব্যাপারটা এমনই যে, অভিনয়ে এসেই এই অন্তরঙ্গ দৃশ্যে কাজ ও নগ্নতা যেন তার চিরন্তন সঙ্গী হয়ে উঠেছে!
কিন্তু, শুধু ইনটিমেসি দিয়েই নিজেকে কার্যত ‘ফাইন আর্টিস্ট’ বলে দাবি করেন এই অভিনেতা; শুধু তাই নয়, এসব দৃশ্যে কাজ তাকে আনন্দ দেয় বলেও জানান।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঋষভ বলেন, এই ধরনের দৃশ্য তিনি শিল্পের অংশ হিসেবেই দেখেন। তার ভাষায়, ‘হলিউডে নিয়মিত এমন কাজ হয়। শাহরুখ খানও ক্যারিয়ারের শুরুতে এমন দৃশ্যে কাজ করেছেন। শিল্পের প্রয়োজনে যা দরকার, আমি সেটাই করেছি। একজন ফাইন আর্টিস্ট হিসেবে এ ধরনের কাজ আমাকে আনন্দ দেয়।’
অন্তরঙ্গ দৃশ্য কীভাবে শুট করা হয়- এ বিষয়ে তিনি জানান, আলাদা কোনো ইন্টিমেসি ডিরেক্টর ছিলেন না। বরং দৃশ্যের পরিকল্পনা নিজেরই ছিল। আগে ‘শ্রীকান্ত’ সিরিজে কাজ করার অভিজ্ঞতা তাকে অনেকটা সাহায্য করেছে।

দর্শক তাকে আগেও এমন কিছু দৃশ্যে দেখেছেন উল্লেখ করে তিনি জানান, এসব কাজে দক্ষ বলেই এমন প্রস্তাব পান। ভবিষ্যতেও চরিত্রের প্রয়োজন হলে একই ধরনের দৃশ্যে অভিনয়ে তার আপত্তি নেই।
ডিএ