সিঁথির অতিথি হাবিব

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৪ জুন ২০২১, ০৬:০৪ পিএম


সিঁথির অতিথি হাবিব

দেশের নন্দিত গায়ক হাবিব ওয়াহিদের সঙ্গে দারুণ সম্পর্ক সিঁথি সাহার। হাবিবের সুর-সংগীতায়োজনে একাধিক গানেও কণ্ঠ দিয়েছেন এই গায়িকা।

গানের পাশাপাশি উপস্থাপনাও করেন সিঁথি। তার উপস্থাপনায় প্রতি শনিবার রাত ১০টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় বিশেষ অনুষ্ঠান ‘সিঁথির অতিথি’। অনুষ্ঠানটির আগামী পর্বে (২৬ জুন) অতিথি হিসেবে থাকবেন হাবিব। এতে সিঁথির সঙ্গে আলাপনের পাশাপাশি নিজের জনপ্রিয় কিছু গান পরিবেশন করবেন এই গায়ক।

এছাড়াও হাবিব কথা বলবেন বর্তমান জীবনযাত্রা, গানের বাইরের জীবন এবং নতুন ভাবনা নিয়ে। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম। করোনা পরিস্থিতির কারণে স্ট্রিম ইয়ার্ড প্রযুক্তির মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন অতিথিরা।

আরআইজে

Link copied