হারিয়ে যাওয়া মানুষের স্মৃতি নিয়ে ফিরল ‘এই অবেলায়’র সিক্যুয়েল

গত বছরের অক্টোবর মাসে ‘এই অবেলায় ২’-এর টিজার প্রকাশ করেছিল ব্যান্ড শিরোনামহীন। তবে স্পনসর জটিলতার কারণে মূল গানটি প্রকাশে বিলম্ব হয়। অবশেষে গত বৃহস্পতিবার রাতে প্রকাশ পেয়েছে ভক্তদের বহু প্রতীক্ষিত গানটি। ব্যান্ডটির পঞ্চম অ্যালবাম ‘বাতিঘর’-এর এটি শেষ গান।
একই সঙ্গে বাংলার পাশাপাশি ‘এই অবেলায় ২’-এর ইংরেজি ভার্সনও প্রকাশ করা হয়েছে। ইংরেজি ভার্সনের নাম রাখা হয়েছে ‘রিমেম্বার মি’। উভয় গানই শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে মুক্তি পায়।
ইউটিউবের বর্ণনায় জানানো হয়েছে, ‘এই অবেলায় ২’ মূলত হারিয়ে যাওয়া মানুষের স্মৃতি নিয়ে লেখা। জনপ্রিয় গান ‘এই অবেলায়’-এর সিক্যুয়েলটিতে কথা লিখেছেন জিয়াউর রহমান, সুর করেছেন কাজী আহমেদ শাফিন এবং কণ্ঠ দিয়েছেন শেখ ইসতিয়াক। ভিডিওতে মডেল হিসেবে দেখা গেছে নীল হুরেজাহানকে। থাইল্যান্ডের কো খাম, কো মাখ ও কো চ্যাং দ্বীপে ভিডিওটির শুটিং হয়েছে।

গানটির স্থিতিকাল ১০ মিনিট ১১ সেকেন্ড- যা নিয়েও নেটিজেনদের আলোচনা চলছে। কেউ লিখেছেন, “১০ মিনিটও কম মনে হলো… শিরোনামহীন দীর্ঘজীবী হোক।” আরেকজন লিখেছেন, “‘এই অবেলায় ২’ ভালো, তবে প্রথম গানটি সেরা।”

২০১৯ সালের মে মাসে ‘এই অবেলায়’ প্রকাশের পর শিরোনামহীন নতুন করে আলোচনায় আসে। নতুন ভোকাল নিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণে চ্যালেঞ্জের মুখে থাকা ব্যান্ডটির জন্য গানটি ছিল টার্নিং পয়েন্ট। ছয় বছর পর মুক্তি পেল তারই সিক্যুয়েল ‘এই অবেলায় ২’।
ডিএ