আমি বিয়ের জন্য উপযুক্ত নই

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা অক্ষয় খান্না তার ব্যক্তিগত জীবন ও চিরকুমার থাকার কারণ নিয়ে মুখ খুলেছেন। অভিনেতার সাম্প্রতিক এই মন্তব্য তার ভক্ত ও অনুরাগী মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পুরোনো সাক্ষাৎকারে অক্ষয় খান্না নিজেকে একসময় একজন 'নিরাশাবাদী রোমান্টিক' হিসেবে বর্ণনা করেছিলেন।
তিনি স্বীকার করেন, একসময় তিনি বিবাহিত জীবনের স্বপ্ন দেখতেন এবং কেমন জীবনসঙ্গী চান, সে বিষয়েও তার সুস্পষ্ট ধারণা ছিল। সেই সময়ে তার আশা ছিল যে সঠিক মানুষটিকে খুঁজে নিয়ে তিনি একদিন ঠিকই গাঁটছড়া বাঁধবেন।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার সেই ভাবনা সম্পূর্ণ পাল্টে গেছে। বর্তমান জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে অক্ষয় এক সাক্ষাৎকারে বলেন, ‘আমার মনে হয় না যে আমি বিয়ে করব। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি বিয়ের জন্য উপযুক্ত নই। আমি সেই ধরনের জীবনের জন্য তৈরি নই।’
তিনি আরও যুক্তি দেন, বিয়ে একটি অত্যন্ত গুরুতর প্রতিশ্রুতি। এর জন্য জীবনযাত্রায় একটি চরম পরিবর্তন আনতে হয়, যা তিনি মেনে নিতে প্রস্তুত নন।
নিজের অবিবাহিত থাকার কারণ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমি এখন আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ হতে ভয় পাই। আগে এমন ছিলাম না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমি সম্পর্কের বিষয়ে আরও সতর্ক হয়ে গিয়েছি। এর প্রধান কারণ হলো, আমি একা থাকতে দারুণ উপভোগ করি।’
তবে ব্যক্তিগত জীবনে এমন অনীহা দেখা গেলেও, পেশাগত জীবনে অক্ষয় খান্না বর্তমানে সফলতার তুঙ্গে। সম্প্রতি মুক্তি পাওয়া তার চলচ্চিত্র ‘ধুরন্ধর’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে তিনি সমালোচক ও দর্শকদের কাছ থেকে দারুণ প্রশংসা কুড়িয়েছেন।
এমআইকে