বড়পর্দায় ফিরছেন আরিয়ান

দীর্ঘদিন ছোটপর্দায় কাজ করার পর অবশেষে বড়পর্দায় ফিরছেন ওপার বাংলার অভিনেতা আরিয়ান ভৌমিক। 'ভিডিও বৌমা' ধারাবাহিকে তার অভিনয় ইতোমধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছে। সেই ধারাবাহিক শেষ হওয়ার পরপরই কোনো বিরতি না নিয়ে নতুন কাজের ঘোষণা দিলেন তিনি।
চলতি বছরে 'কেমন আছো ফিরোজ?' ছবিতে দেখা গিয়েছিল আরিয়ানকে। এবার আরও একটি নতুন ছবির মাধ্যমে বড় পর্দায় নিজের জায়গা পাকা করতে চাইছেন এই অভিনেতা। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, নতুন ছবি 'অস্তরাগ' এ দেখা যাবে আরিয়ানকে।
ছবির শুটিং ইতোমধ্যেই জোরকদমে শুরু হয়েছে। কলকাতা এবং তার আশেপাশে চলছে দৃশ্যায়নের কাজ। আরিয়ানের বিপরীতে দেখা যাবে ছোটপর্দার আরেক জনপ্রিয় মুখ শ্রীমা ভট্টাচার্যকে। দুই অভিনেতার জুটি বড় পর্দায় কতটা সাড়া ফেলে, এখন সেটাই দেখার বিষয়।
তবে, ছবিটির গল্প নিয়ে এখনই মুখ খুলতে নারাজ নায়ক-নায়িকা কেউই। গল্পের সাসপেন্স ধরে রাখতে চান তারা। আপাতত ছবির শুটিং নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন আরিয়ান। এর পাশাপাশি এই শীতেই মুক্তি পেতে যাচ্ছে আরিয়ানের আরও একটি প্রতীক্ষিত ছবি'কাকাবাবু' ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি 'বিজয়নগরের হিরে'।
এই ছবিতে দর্শক আরও একবার তার প্রিয় চরিত্র সন্তুর ভূমিকায় আরিয়ানকে দেখতে পাবেন। সব মিলিয়ে বড় পর্দায় আরিয়ানের এই প্রত্যাবর্তন নিঃসন্দেহে তার ভক্তদের জন্য দারুণ খবর।
এমআইকে