দিলজিতের ছবি নিয়ে বিতর্ক

বলিউডের জনপ্রিয় গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ বর্তমানে নানা কারণে থাকছেন আলোচনার কেন্দ্রে। সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংবাদমাধ্যম, দিলজিৎকে ঘিরে প্রায়ই চলে নানা আলোচনা। তবে এবার আলোচনার কারণ ভিন্ন তার ছবির শুটিংয়ে তৈরি হলো বড় ধরনের বিতর্ক ও উত্তেজনা।
পাঞ্জাবের পাতিয়ালায় বিখ্যাত পরিচালক ইমতিয়াজ আলি'র পরবর্তী ছবির শুটিং করছিলেন দিলজিৎ দোসাঞ্জ। কিন্তু সেখানেই ঘটলো বিপত্তি। গত ৯ ডিসেম্বর পাতিয়ালার কিলা চক এলাকায় ছবির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলাকালীন হঠাৎ পরিস্থিতি বিপাকে চলে যায়।
শুটিংয়ের সেটে ভিড় করে আসা উত্তেজিত জনতার সঙ্গে শুরু হয় বচসা ও ঝামেলা। পরিস্থিতি সামাল দিতে শেষমেশ পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ছবিটির শুটিংয়ের জন্য প্রোডাকশন দল আশেপাশের দোকানগুলোর সামনে উর্দুতে লেখা সাইনবোর্ড লাগিয়েছিল।
সেট তৈরির স্বার্থে পুরো এলাকার দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। দোকানদাররা যখন নিজেদের দোকান খুলতে যান, তখন শুটিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা তাদের বাধা দেন। এতেই রেগে যান স্থানীয় ব্যবসায়ীরা।
শুরু হয় তীব্র তর্ক-বিতর্ক, যা দ্রুতই উত্তপ্ত পরিস্থিতিতে মোড় নেয়। ভিড় বাড়তে থাকায় পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
এমআইকে