রেড সি উৎসবে সেরা পুরস্কার জিতল রোহিঙ্গা ভাষার সিনেমা ‘লস্ট ল্যান্ড’

সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত পঞ্চম রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সর্বোচ্চ সম্মান ‘গোল্ডেন ইউসর’ জিতেছে রোহিঙ্গা ভাষার চলচ্চিত্র ‘লস্ট ল্যান্ড’। জাপানি নির্মাতা আকিও ফুজিমোতো পরিচালিত এই ছবিটি সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে।
গত বৃহস্পতিবার রাতে এক ঝলমলে আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ‘গোল্ডেন ইউসর’ পুরস্কারের সঙ্গে নির্মাতা ফুজিমোতো নগদ ১ লাখ ডলার প্রাইজমানি লাভ করেছেন।
রোহিঙ্গা ভাষায় নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লস্ট ল্যান্ড’-এ মিয়ানমারে নির্যাতনের শিকার হওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গা শিশুদের জীবন-সংগ্রাম তুলে ধরা হয়েছে। ছবিতে দেখানো হয়, চার বছর বয়সী শাফি এবং তার নয় বছর বয়সী বোন সোমিরা কীভাবে বাংলাদেশে থাকা শরণার্থী ক্যাম্প ছেড়ে মালয়েশিয়ায় পরিবারের সদস্যদের কাছে পৌঁছানোর জন্য জীবন-মরণ ঝুঁকিপূর্ণ যাত্রা শুরু করে।
গোল্ডেন ইউসর প্রদানকালে জুরি প্রধান শন বেকার বলেন, ‘চলচ্চিত্রটি বাস্তুচ্যুত শিশুদের দুর্দশাকে অসাধারণ মানবিকতা ও কবিত্বপূর্ণ তাগিদে তুলে ধরেছে।’
রেড সি ফেস্টিভ্যালের আগে থেকেই সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হচ্ছিল। এ বছরের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালের হরাইজনস বিভাগে এর বিশ্ব প্রিমিয়ার হয় এবং ছবিটি সেখানে বিশেষ জুরি পুরস্কার জেতে। এছাড়াও, এ বছর এটি এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডসে জুরি গ্র্যান্ড প্রাইজ লাভ করে।
ডিএ