করোনায় দৃষ্টিশক্তি হারাতে বসেছেন এই গায়িকা

Dhaka Post Desk

বিনোদন ডেস্ক

২৫ জুন ২০২১, ০৫:০১ পিএম


করোনায় দৃষ্টিশক্তি হারাতে বসেছেন এই গায়িকা

ভারতে করোনার পরিস্থিতি এখনও পুরোপুরি ঠিক হয়নি। এই মহামারির কবেলে পড়েছে অনেক তারকাও। এবার কোভিড পজিটিভ হয়ে দৃষ্টিশক্তি হারাতে বসেছেন গায়িকা পরমা ব্যানার্জি। 

সম্প্রতি করোনার পরীক্ষা করান পরমা ব্যানার্জির। কিন্তু রিপোর্ট নেগেটিভ আসে। এরপরই সিআরপি টেস্ট করানো হয়। এই পরিস্থিতিতে তিনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিত্‍সায় ছিলেন। 

কিন্তু কয়েকদিনের মধ্যেই পরমার চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসে। এরপরই জানা যায় তার চোখের দৃষ্টি চলে গিয়েছে ৮০ শতাংশ। বর্তমানে তিনি চিকিত্‍সার অধীনে রয়েছে। চলছে সব সরমের পরীক্ষা নিরীক্ষা।

Dhaka Post
পরমা ব্যানার্জি

এমন পরিস্থিতিতে ভক্ত ও সকলের জন্য মুখ খুললেন পরমা। জানালেন, তার কোনো উপসর্গই ছিল না। অথচ বাম চোখের দৃষ্টি হারিয়ে ফেললেন। বর্তমানে এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। কোভিড থেকে তাই সকলকে সাবধান হতে জানান এই গায়িকা। 

উল্লেখ্য, করোনা মানুষের জীবনে যেন অভিশাপ হয়ে নেমে এসেছে। প্রতি পদে ভয়, সুস্থ থাকা, সতর্ক থাকা ও কাছের মানুষের যত্ন নেওয়া, এখানেই শেষ নয়, পাশাপাশি মানসিক পরিস্থিতির দিকে কড়া নজর রাখা। তাতেও মিলছে না স্বস্তি। একের পর এক করোনা ঢেউতে ক্ষতির মুখে জনজীবন। 

এমআরএম

Link copied