যীশু-সৌরভের প্রযোজনায় অভিনয় করবেন সাগ্নিক

প্রযোজক হিসেবে যাত্রা শুরু করেছেন কলকাতার জনপ্রিয় দুই তারকা যীশু সেনগুপ্ত ও সৌরভ দাস। চলতি বছরের মাঝামাঝি সময় 'হোয়াই সো সিরিয়াস' নামে তাদের প্রযোজনা সংস্থাটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। এবার তারা পূর্ণদৈর্ঘ্যের ছবি প্রযোজনার মাধ্যমে নিজেদের প্রযোজক-সত্তা আরও একধাপ এগিয়ে নিলেন।
তাদের প্রথম এই ছবির নাম 'ক্ষ্যাপা ভাস্কর'। এটি একটি কপ-থ্রিলার ঘরানার ছবি। আর এই ছবিতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা সাগ্নিক চট্টোপাধ্যায়। ছবিটির শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এই ছবিতে সাগ্নিককে দেখা যাবে এক জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভূমিকায়।
অভিনেতা সাগ্নিক তার চরিত্র প্রসঙ্গে জানিয়েছেন, চরিত্রটি অত্যন্ত যত্নের সঙ্গে এবং চিন্তাভাবনা করে সাজানো হয়েছে। তবে গল্পের প্রেক্ষাপট বা তার ভূমিকা নিয়ে এর চেয়ে বেশি কিছু এখনই প্রকাশ করতে নারাজ তিনি। কলকাতার প্রেক্ষাপটেই এই ছবির গল্প আবর্তিত হবে।
'ক্ষ্যাপা ভাস্কর' ছবিটি পরিচালনা করছেন অংশুমান প্রত্যুষ। সাগ্নিক ছাড়াও, ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তৃণা সাহা এবং বিবৃতি চট্টোপাধ্যায়ের মতো তারকারা।
প্রসঙ্গত, বলিউডের পাশাপাশি বর্তমানে বাংলাতেও কপ-থ্রিলার ঘরানার ছবি নির্মাণের প্রবণতা বাড়ছে। সেই তালিকায় এবার নতুন করে যুক্ত হতে যাচ্ছে যীশু সেনগুপ্ত ও সৌরভ দাসের প্রযোজনা সংস্থার এই ছবিটি। দর্শকের কাছে এটি নতুন এক ঘরানার অভিজ্ঞতা দেবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।
এমআইকে