এখানে সবাই আমাকে নিজের করে নিয়েছে— বললেন কলকাতার সুস্মিতা

সদ্যই উন্মোচন হলো সিয়াম আহমেদ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক। গত বুধবার সন্ধ্যায় আয়োজিত এক অনুষ্ঠানে ‘বরবাদ’ খ্যাত নির্মাতা মেহেদী নায়ক সিয়ামকে যে লুকে উপস্থাপন করেছেন, তা এখন টক অফ দ্য টাউন।
এই ছবির মাধ্যমে প্রথমবারের মতো জুটি বাঁধছেন সিয়াম আহমেদ ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। অনুষ্ঠানে উপস্থিত থেকে সুস্মিতা জানালেন বাংলাদেশে কাজের অভিজ্ঞতা, সিয়ামের সঙ্গে রসায়ন এবং নিজের ফেলে আসা জীবনের গল্প।
সিয়ামের প্রশংসায় সুস্মিতা সহশিল্পী হিসেবে সিয়াম কেমন, তা জানাতে গিয়ে বেশ উচ্ছ্বসিত দেখায় সুস্মিতাকে। খানিকটা মজা করেই তিনি বলেন, ‘সিয়াম একজন সত্যিকারের জেন্টলম্যান এবং খুবই ভালো মানুষ। কাজের ক্ষেত্রে ও ভীষণ হেল্পফুল; আমি কিছু না বুঝলে খুব সুন্দর করে বুঝিয়ে দেয়। এমনকি আমি কিছু খেতে চাইলে সেটাও খাওয়ায়!’

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন কলকাতা থেকে আসা এই অভিনেত্রী। কাজের অভিজ্ঞতা কেমন, এমন প্রশ্নের জবাবে সুস্মিতা বলেন, ‘এখানে এসে আমার একবারের জন্যও মনে হচ্ছে না যে আমি বাইরে আছি। পুরো টিমের সবাই এত ভালো, এত আদর-আপ্যায়ন আর ভালোবাসা দিয়েছে যে, সবাই আমাকে একদম নিজের করে নিয়েছে। শুরুতে কিছুটা ভয় ছিল, কিন্তু এখন মনে হচ্ছে এরা সবাই আমার ফ্যামিলি।’

নিজের অভিজ্ঞতার তুলনা টেনে সুস্মিতা বলেন, ‘আমি যখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসি, তখন কলকাতাতেও কাউকে চিনতাম না। অডিশন দিয়ে অনেক কষ্ট করে সেখানে জায়গা করে নিয়েছি। তাই নতুন জায়গায় কাজ করাটা আমার জন্য চ্যালেঞ্জিং হলেও এখানকার পরিবেশ সেটা সহজ করে দিয়েছে।’
ইঞ্জিনিয়ারিং ছেড়ে অভিনয়ে নিজের ক্যারিয়ারের গল্পও শেয়ার করেন এই অভিনেত্রী। বলেন, ‘ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল। কিন্তু পড়াশোনায় ভালো ছিলাম বলে বাবা-মা চেয়েছিলেন গ্রাজুয়েশনটা যেন শেষ করি। আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং শেষ করে একটি বড় কোম্পানিতে চাকরিও পেয়েছিলাম। কিন্তু অভিনেত্রী হওয়ার স্বপ্ন পূরণের জন্য সেই চাকরি আমি করিনি। এটাই আমার গল্প।’
ডিএ