২৫ বছর পর আসছে ‘নায়ক’ এর সিক্যুয়েল

দীর্ঘ ২৫ বছর পর পর্দায় ফিরছে বলিউডের অনিল কাপুর অভিনীত জনপ্রিয় সিনেমা ‘নায়ক: দ্য রিয়াল হিরো’। ২০০১ সালে মুক্তি পাওয়া এই রাজনৈতিক থ্রিলার ছবির দ্বিতীয় কিস্তি বা ‘নায়ক টু’ নির্মাণের ঘোষণা এসেছে। তবে নতুন এই কিস্তিতে মূল চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ‘নায়ক টু’ সিনেমার কাজ বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে। ছবির পরিচালক দীপক মুকুট খবরটি নিশ্চিত করেছেন। সঙ্গে জানিয়েছেন, এবারের কিস্তিতে অনিল কাপুর সহ-প্রযোজক হিসেবে যুক্ত থাকছেন।
তবে অনিল কাপুরকে সেই কালজয়ী ‘শিবাজী রাও’ চরিত্রে দেখা যাবে কি না, তা নিয়ে পরিচালক এখনো স্পষ্ট কোনো তথ্য দেননি। নির্মাতা জানান, ছবির কাস্টিং নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি, তবে প্রজেক্টটি নিয়ে বড় পরিকল্পনা চলছে।
২০০১ সালে মুক্তি পাওয়া এস শঙ্কর পরিচালিত ‘নায়ক’ সিনেমাটি সে সময় বক্স অফিসে বিপুল সাফল্য পায়। সাংবাদিক থেকে এক দিনের মুখ্যমন্ত্রী হয়ে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার গল্পটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছিল।
ছবিতে অনিল কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন রানি মুখার্জি। দীর্ঘ আড়াই দশক পর সিক্যুয়ালের খবর আসায় দর্শকদের মাঝে আগ্রহ কাজ করছে। যদিও অনিল কাপুর নিজে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি।
ডিএ