ধর্মেন্দ্রর আলাদা স্মরণসভা কেন, জানালেন হেমা মালিনী

প্রয়াত বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর স্মরণে দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীর পৃথক অনুষ্ঠান আয়োজন করেন। আর এ নিয়ে দেওল পরিবারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের গুঞ্জন জোরালো হয়েছে। দুই ছেলে সানি ও ববি দেওলের আয়োজনে হেমা ও তার কন্যারা যেমন উপস্থিত ছিলেন না, তেমনি হেমার আয়োজনেও দেখা যায়নি সানি-ববিদের। এবার এই দূরত্ব নিয়ে মুখ খুললেন হেমা মালিনী।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক বক্তব্যে হেমা মালিনী পারিবারিক দূরত্বের বিষয়টি অস্বীকার করেছেন। বলেন, এটি আমাদের পরিবারের একান্ত ব্যক্তিগত বিষয়। আমার পরিচিত এবং পরিমণ্ডল কিছুটা আলাদা। যেহেতু আমি রাজনীতির সাথে যুক্ত, তাই দিল্লিতে আমার সহকর্মী ও বন্ধুদের জন্য একটি স্মরণসভার আয়োজন করেছিলাম। এছাড়া আমার নির্বাচনী এলাকা মথুরার মানুষের আবেগের কথা ভেবে সেখানেও আলাদা আয়োজন করতে হয়েছে।
হেমা আরও জানান, পরিবারে কোনো ভাঙন ধরেনি এবং তারা সবাই নিজেদের মতো করে প্রয়াত অভিনেতাকে শ্রদ্ধা জানাচ্ছেন।
গত বছরের ২৪ নভেম্বর না ফেরার দেশে পাড়ি জমান বলিউডের ‘হিম্যান’ খ্যাত অভিনেতা ধর্মেন্দ্র। এরপর ৩ ডিসেম্বর হরিদ্বারে তার অস্থি বিসর্জন করেন সানি ও ববি দেওল। শেষকৃত্য থেকে শুরু করে পরবর্তী ধর্মীয় আচারগুলোতে দুই পরিবারের সদস্যদের একসঙ্গে না দেখায় বলিপাড়ায় কানাঘুষা শুরু হয়।
পারিবারিক বিবাদের গুঞ্জন উড়িয়ে দিয়ে হেমা মালিনী জানান, ধর্মেন্দ্রর স্মৃতি ধরে রাখতে সানি দেওল বড় ধরনের উদ্যোগ নিচ্ছেন। মুম্বাইয়ের লোনাভেলায় অভিনেতার ১০০ একর জমির ওপর নির্মিত ফার্মহাউসটিকে একটি মিউজিয়াম বা জাদুঘরে রূপান্তর করার পরিকল্পনা চলছে। হেমা মালিনী এই উদ্যোগকে সমর্থন জানিয়ে বলেন, ধর্মেন্দ্রর অনুরাগীদের জন্য এটি একটি বিশেষ উপহার হবে।
ডিএ