অনুরাগীদের জন্য বড় পদক্ষেপ নিলেন দীপিকা

বলিউডের ‘ডিভা’ দীপিকা পাড়ুকোনের জীবনে এক বিশেষ মাইলফলক হয়ে থাকল তার এবারের জন্মদিন। জীবনের ৪০ বসন্ত পার করলেন এই অভিনেত্রী। তবে নিজের এই বিশেষ দিনটি কেবল কাছের মানুষদের সঙ্গে নয়, বরং একান্ত অনুরাগী ও ভক্তদের সঙ্গেই উদ্যাপন করলেন তিনি। মা হওয়ার পর এটি তার দ্বিতীয় জন্মদিন, তাই আয়োজনেও ছিল অভিনবত্বের ছোঁয়া।
দীপিকার এবারের জন্মদিনের মূল আকর্ষণ ছিল ভক্তদের প্রতি তার ভালোবাসা। কেবল একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজনই নয়, ভিনরাজ্যে থাকা অনেক ভক্তের জন্য নিজ খরচায় বিমানের টিকিট বুক করে দিয়েছেন অভিনেত্রী। এখানেই শেষ নয়, বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থলে পৌঁছানোর জন্য তাদের ব্যক্তিগত গাড়ি ও চালকের সুবিধাও করে দেন তিনি।
প্রিয় তারকার এমন উদারতায় আপ্লুত ভক্তরা। বড়দিনের আমেজে এলাহি আয়োজন জন্মদিনের উৎসবটি সেজেছিল বড়দিনের আমেজে। অন্দরমহল জুড়ে ছিল বিশালাকার ক্রিসমাস ট্রি ও আলোকসজ্জা। খাবারেও ছিল রাজকীয় আয়োজন। চাট, হরেক রকমের দক্ষিণী খাবার ও জিভে জল আনা ডেজার্টের গন্ধে ম ম করছিল চারপাশ।
সেখানে উপস্থিত অনুরাগীদের সামনেই একটি বড় কেক কাটেন দীপিকা। পরনে ছিল উজ্জ্বল ‘ওয়াইন’ রঙের স্টাইলিশ কো-অর্ড সেট, যা তার লুকে যোগ করেছিল বাড়তি আভিজাত্য। মানসিক স্বাস্থ্য ও অনুপ্রেরণার বার্তা উৎসবের আনন্দের মাঝেও দীপিকা কথা বলেছেন জীবন ও মানসিক স্বাস্থ্য নিয়ে।
সোশ্যাল মিডিয়ায় ও অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে তিনি লেখেন, ‘যখন মনে হবে জীবনে অনেক কিছু ঠিকঠাক হচ্ছে না, তখনও হাল ছাড়া যাবে না। তোমরা নিজেদের নিয়ে যা ভাবছো, তার চেয়েও অনেক বেশি ভালো করছো তোমরা।’
এমআইকে