বিজয়ের আটকে যাওয়া সিনেমার টিকিট বিক্রির টাকার কী হবে

ভারতের দক্ষিণী তারকা বিজয় থালাপতি অভিনয় ছেড়ে দেওয়ার ঘোষণা দেন কিছুদিন আগেই। তাই তার অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘জানা নায়গান’ মুক্তি নিয়ে ভক্তদের মাঝে উন্মাদনাও ছিল ব্যাপক। কিন্তু সেন্সর জটিলতায় সব আশা গুড়েবালি! আটকে গেল ‘জানা নায়গান’ এর মুক্তি। ভক্তরা হতাশ বটে, তবে অনেকে বিপাকেও; যারা এই সিনেমা দেখার জন্য অগ্রিম টিকিট কেটেছিলেন।
ভারতীয় গণমাধ্যমের খবর, এই সিনেমা ঘোষণার অল্পকিছুদিনেই প্রায় ৫০ কোটির টিকিট বিক্রি করে ফেলেছিল হল সংশ্লিষ্ট ও পরিবেশকরা। এবার এই ৫০ কোটির ভবিষ্যৎ নিয়ে উঠেছে নানা প্রশ্ন।
তবে দর্শকদের আশ্বস্ত করে ব্যানার কেভিএন প্রোডাকশন ও বিভিন্ন দেশের পরিবেশকরা। সামাজিক মাধ্যমে দেওয়া এক তথ্যে তারা টিকিট বিক্রির টাকা ফেরত দিয়ে দেবে বলে জানিয়েছে। ইতোমধ্যে আন্তর্জাতিক পরিবেশকরা তাদের শোগুলো বাতিল করে রিফান্ড প্রক্রিয়া শুরু করে দিয়েছে বলেও জানা গেছে।
কর্ণাটকের ভিক্টরি সিনেমা কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবারের সব শো বাতিল করা হয়েছে এবং যারা অনলাইনে টিকিট কিনেছেন তাদের অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত চলে যাবে। এছাড়া কাউন্টার থেকে কেনা টিকিটের টাকা সরাসরি কাউন্টার থেকেই ফেরত দেওয়া হচ্ছে। এছাড়াও উত্তর আমেরিকায় সিনেমাটি মুক্তির দায়িত্বে থাকা ডিস্ট্রিবিউশন চেইন প্রাইমমিডিয়াও সব থিয়েটারকে দ্রুত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে।
এদিকে, এইচ বিনোথ পরিচালিত এই সিনেমাটির সেন্সর ছাড়পত্র নিয়ে মাদ্রাজ হাইকোর্টে এখনো আইনি লড়াই চলছে। কেভিএন প্রোডাকশনের পক্ষে প্রবীণ আইনজীবী সতীশ পরাশরন আদালতে যুক্তিতর্ক চালিয়ে যাচ্ছেন; এ থেকে সোশ্যাল মিডিয়ায় বিজয়ের ভক্তদের মাঝে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শুরুতে সিনেমার মুক্তি নিয়ে যে উন্মাদনা ছিল, আইনি জটিলতায় তা এখন অনেকটা হতাশায় রূপ নিয়েছে। এখন আদালতের রায়ের ওপরই নির্ভর করছে কবে নাগাদ প্রিয় তারকার এই সিনেমাটি বড় পর্দায় দেখার সুযোগ পাবেন দর্শকরা।
ডিএ