চমক নিয়ে ফের শুরু ‘কপিল শর্মা শো’

একরাশ চমক নিয়ে আবারও শুরু হয়েছে জনপ্রিয় কৌতুক অনুষ্ঠান ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’। টিভির পর্দা বিদায় জানিয়ে ওটিটি প্ল্যাটফর্মে থিতু হওয়া নিয়ে শুরুর দিকে নানা সমালোচনা হলেও, চতুর্থ সিজন দিয়ে সব আক্ষেপ মিটিয়ে দিচ্ছেন সঞ্চালক কপিল শর্মা। গত ২০ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই নতুন আসরে শুধু কমেডি নয়, আলোচনার কেন্দ্রে উঠে এসেছে তারকাদের আকাশছোঁয়া পারিশ্রমিকের বিষয়টিও।
সেই পুরনো স্মৃতি এবারের সিজনে সবচেয়ে বড় চমক হচ্ছে ক্রিকেটার ও রাজনীতিবিদ নভজ্যোৎ সিং সিধুর প্রত্যাবর্তন। ২০১৯ সালে পুলওয়ামা হামলা নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে শো থেকে বিদায় নিতে হয়েছিল তাকে। দীর্ঘ ছয় বছর পর আবারও সিধুকে তার পুরনো মেজাজে দেখা যাচ্ছে। নতুন সিজনে প্রতিটি পর্বের জন্য তিনি নিচ্ছেন প্রায় ৩০ থেকে ৪০ লাখ টাকা।
অন্যদিকে ২০১৯ সাল থেকে তার অভাব পূরণ করা অর্চনা পূরণ সিং প্রতিটি পর্বের জন্য পাচ্ছেন ১০ লাখ টাকা। পারিশ্রমিকে ধরাছোঁয়ার বাইরে কপিল সববারের মতো এবারও আয়ের দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছেন স্বয়ং কপিল শর্মা। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চলতি সিজনে তিনি প্রায় ৫ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। ওটিটি দাপিয়ে বেড়াতে কপিলের এই 'ব্র্যান্ড ভ্যালু' আগের চেয়ে আরও বেড়েছে।
মান-অভিমান শেষে আগেই ফিরেছিলেন সুনীল গ্রোভার। এবারও ‘ডায়মন্ড রাজা’ ও ‘ডফলি’র চরিত্রে দর্শক মাতাচ্ছেন তিনি। প্রতিটি পর্বে পারফর্ম করার জন্য সুনীল নিচ্ছেন ২৫ লাখ টাকা, যা অন্য চরিত্রাভিনেতাদের মধ্যে সর্বোচ্চ। এছাড়া কৃষ্ণ অভিষেক পাচ্ছেন ১০ লাখ এবং রাজীব ঠাকুর প্রতিটি পর্বের জন্য নিচ্ছেন ৭ লাখ টাকা। কিকু শারদাও বরাবরের মতোই বড় অঙ্কের পারিশ্রমিক ঘরে তুলছেন।
বিগত সিজনগুলোর ধারাবাহিকতায় এবারও শো-টি বড় কোনো চমকে শেষ হতে পারে। গত সিজনে ১৩টি পর্ব থাকলেও জানা গেছে, এবারের আসরটিও কোনো একটি ‘বিজোড়’ সংখ্যাতেই শেষ হবে। টিভি পর্দা ছেড়ে ওটিটিতে যাত্রা শুরু করলেও জনপ্রিয়তার পারদ যে কমেনি, তা নতুন সিজনের দর্শক সমাগমেই স্পষ্ট।
এমআইকে