ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্নর বিষয়ে মুখ খুললেন আমির খান

বলিউডে আমির খান মানেই নিখুঁত কাজের গ্যারান্টি। তবে রূপালি পর্দার এই ‘মিস্টার পারফেকশনিস্ট’-এর বাস্তব জীবন যেন কোনো রুদ্ধশ্বাস সিনেমার চেয়ে কম নয়। বিশেষ করে নিজের আপন ভাই ফয়সাল খানের সঙ্গে তার বৈরি সম্পর্ক নিয়ে দীর্ঘ ২৫ বছর ধরে চলছে নানা গুঞ্জন। সম্প্রতি আমির খান অবশেষে ভাঙলেন তার নীরবতা। ভাইয়ের আনা গুরুতর সব অভিযোগের পাল্টা জবাব দিলেন তিনি।
পুরনো ক্ষোভ ও মেলা সিনেমার প্রেক্ষাপট ২০০০ সালে মুক্তি পাওয়া ‘মেলা’ সিনেমাটি ছিল আমিরের ক্যারিয়ারের অন্যতম বড় ব্যর্থতা। এই ছবিতেই আমির তার ভাই ফয়সাল খানকে বড় পর্দায় ব্রেক দিয়েছিলেন। কিন্তু সেই ছবি থেকেই শুরু হয় তিক্ততা। ফয়সাল খানের দাবি ছিল, ছবির শুটিং চলাকালীন আমির তাকে মাদক দিয়ে অবশ করে রাখার চেষ্টা করতেন এবং তিনি প্রাণনাশের শঙ্কায় থাকতেন।
ফয়সালের চাঞ্চল্যকর অভিযোগ বিগত বছরগুলোতে ফয়সাল খান একাধিকবার দাবি করেছেন যে, তাকে ‘পাগল’ সাজিয়ে ঘরে আটকে রাখা হয়েছিল। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একদিন ৪০ জন লোক আমার বাড়িতে চড়াও হয়। আমাকে জোর করে ওষুধ খাওয়ানো হয় এবং ফোন কেড়ে নেওয়া হয়। সেদিন পালিয়ে না গেলে হয়তো আমাকে আজীবন বন্দি থাকতে হতো।’ এমনকি তিনি পরিবারের সম্পত্তি থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন।
ভাইয়ের এসব ভিযোগের বিষয়ে আমির খান অনেকটা আবেগপ্রবণ হয়ে উত্তর দিয়েছেন। তিনি বলেন, ‘আমি আর কী করতে পারি? এটাকে আমি আমার ভাগ্য বলেই মেনে নিয়েছি। আপনি গোটা বিশ্বের সঙ্গে লড়াই করতে পারেন, কিন্তু নিজের পরিবারের সঙ্গে কীভাবে লড়বেন?’
পাল্টা কোনো কাদা ছোড়াছুড়ি না করে আমির আরও বলেন, ‘আমি চাই ফয়সাল আবারও অভিনয়ে ফিরুক। যদি ইন্ডাস্ট্রিতে কেউ তাকে কাজ দিতে রাজি না হয়, তবে আমি নিজেই তার সঙ্গে কাজ করতে প্রস্তুত।’
এমআইকে