শুটিংয়ে করণ জোহরকে কাঁদিয়ে ছাড়েন সালমান খান

সাধারণত সিনেমার শুটিং সেটে পরিচালকের কড়া শাসনে অনেক সময় অভিনয়শিল্পীদের বিব্রতকর বা করুণ পরিস্থিতিতে পড়ার খবর শোনা যায়। তবে সালমান খানের ক্ষেত্রে ঘটেছিল ঠিক তার উল্টো। ভাইজানের জেদের মুখে পড়ে খোদ পরিচালক করণ জোহরকেই কান্নায় ভেঙে পড়তে হয়েছিল। ব্লকবাস্টার সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’ শুটিংয়ের সেই অজানা ঘটনা দীর্ঘ বছর পর প্রকাশ্যে এনেছেন পরিচালক নিজেই।
সিনেমাটিতে ‘আমান’ চরিত্রে একটি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন সালমান খান। করণ জোহর জানান, ছবির ক্লাইম্যাক্স অর্থাৎ বিয়ের দৃশ্যের শুটিংয়ের সময় একটি অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়। দৃশ্য অনুযায়ী, সালমানের একটি ফরমাল স্যুট পরে আসার কথা ছিল। কিন্তু তৎকালীন সুপারস্টার সালমান জেদ ধরে বসেন, তিনি স্যুট নয় বরং জিন্স ও টি-শার্ট পরে বিয়ের মণ্ডপে যাবেন। সালমান দাবি করেন, এটিই হবে তার ইউনিক লুক।
সে সময়ের তরুণ পরিচালক করণের জন্য বিষয়টি মেনে নেওয়া ছিল কঠিন। নতুন হিসেবে ভীষণ চাপে পড়ে যাচ্ছিলেন করণ; সালমানকে অনেক বুঝিয়েও রাজি করাতে পারছিলেন না। একপর্যায়ে অসহায় বোধ করায় সালমানের ভ্যানিটি ভ্যানেই শিশুদের মতো কাঁদতে শুরু করেন করণ।
করণ জোহরের কথায়, আমি যখন সালমানের ভ্যানিটি ভ্যানে গেলাম, দেখলাম ও ছেঁড়া জিন্স আর গেঞ্জি পরে বসে আছে। ও আমাকে বলল, ও এইভাবেই ক্যামেরার সামনে যাবে। এ অবস্থা দেখে টেনশনে আমার কান্না চলে আসে।
করণের এমন অবস্থা দেখে অবাক হয়ে যান সালমান খান। পরে মন গলে নায়কের। উঠে বলেন, ঠিক আছে, তুমি কেঁদো না। আমি স্যুটটাই পরব। এরপরই সালমান সেই আইকনিক কালো স্যুটটি পরে ক্যামেরার সামনে দাঁড়ান, যা আজও দর্শকদের মনে গেঁথে আছে।
ডিএ