‘নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সময় লেগেছিল’

বলিউডের অন্যতম পাওয়ার কাপল শাহিদ কাপুর ও মীরা রাজপুতকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের রসায়ন দেখে মুগ্ধ হন অনুরাগীরা। তবে এই ঝলমলে সুখী গৃহকোণের আড়ালে মীরার শুরুর দিনগুলো মোটেও সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই কঠিন সময়ের কথা জানিয়েছেন।
২০১৫ সালে যখন শাহিদ কাপুরের সঙ্গে মীরার বিয়ে হয়, তখন মীরা ছিলেন দিল্লির এক সাধারণ তরুণী। বলিউডের জাঁকজমকপূর্ণ জীবন ছিল তার কাছে একদমই অচেনা। মীরা জানান, বিয়ের পর মুম্বাই আসার পর এক গভীর একাকীত্ব তাকে গ্রাস করেছিল। বাইরের দুনিয়ার কাছে তাদের জীবনটা স্বপ্নের মতো মনে হলেও, পর্দার ওপারে মীরা লড়ছিলেন মানসিক অবসাদের সঙ্গে।
মীরার ভাষ্যমতে, ‘বিয়ের পর আমি কিছুটা গুটিয়ে গিয়েছিলাম। আমার এই আচরণ দেখে অনেকেই ভাবতেন আমি হয়তো খুব নাকউঁচু বা অহংকারী। কিন্তু আসল সত্যিটা হলো, নতুন এই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে আমার অনেকটা সময় লেগেছিল।’
বিষণ্ণতার কারণ ব্যাখ্যা করে মীরা আরও বলেন, ‘আমার বয়সী বন্ধুরা যখন ক্যারিয়ার গড়া কিংবা উচ্চশিক্ষার জন্য বিদেশ পাড়ি দিচ্ছে, কেউবা চাকরিতে প্রমোশন পাচ্ছে ঠিক সেই সময়ে আমি ঘর-সংসার সামলাতে ব্যস্ত হয়ে পড়ি। বন্ধুদের সঙ্গে আমার জীবনের এই ব্যবধান আমাকে মানসিকভাবে বেশ পিছিয়ে দিয়েছিল। মনে হতো একা হয়ে গেছি।’
তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলে নিয়েছেন মীরা। ঘর-সংসার সামলানোর পাশাপাশি এখন তিনি সফল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও উদ্যোক্তা। শাহিদের সঙ্গে তার ১১ বছরের দাম্পত্য এখন বলিউডের জন্য এক অনন্য উদাহরণ। সমালোচনা আর কটাক্ষকে পাশ কাটিয়ে মীরা প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি থাকলে যেকোনো প্রতিকূল পরিবেশেও নিজের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব।
এমআইকে