অসুস্থতা নিয়ে মুখ খুললেন আরমান মালিক

হাসপাতালের বিছানায় শুয়ে আছেন জনপ্রিয় ভারতীয় সংগীতশিল্পী আরমান মালিক। বাঁ হাতে স্যালাইনের লাইন। চোখে-মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। হঠাৎ করে গায়কের এমন ছবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। উদ্বিগ্ন হয়ে পড়েছেন অনুরাগী।
সম্প্রতি আরমান নিজেই নিজের এই শারীরিক অবস্থার কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি জানান, অসুস্থতার কারণে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। গত কয়েক দিন শারীরিক ও মানসিকভাবে মোটেও ভালো সময় কাটেনি তার। তবে ঠিক কী কারণে তাকে হাসপাতালে ছুটতে হয়েছিল, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো রোগের নাম জানাননি এই গায়ক।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) হাসপাতাল থেকে একটি ছবি পোস্ট করেন আরমান। ক্যাপশনে তিনি লেখেন, ‘গত কয়েক দিন মোটেও ভালো কাটেনি। তবে এখন আমি কিছুটা সুস্থ বোধ করছি। এবার একটু বিশ্রাম নেওয়ার এবং নিজেকে পুনরায় গুছিয়ে নেওয়ার সময়।’
এদিকে শুধু টুইটারেই নয়, ইনস্টাগ্রাম স্টোরিতেও একটি অর্থবহ বার্তা শেয়ার করেছেন আরমান মালিক। সেখানে লেখা ছিল, ‘এ বছর যাদের যত্ন নেওয়া প্রয়োজন, সেই তালিকায় নিজের নামটিও রাখতে ভুলবেন না।’ তার এই পোস্ট থেকে অনেকে ধারণা করছেন, অতিরিক্ত কাজের চাপ বা অবহেলার কারণে শরীরের ওপর দিয়ে বড় কোনো ধকল গেছে এই তরুণ গায়কের।
প্রিয় শিল্পীর এমন ছবি দেখে ভক্তরা কমেন্ট বক্সে শুভকামনার বন্যা বইয়ে দিয়েছেন। কেউ লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন আরমান ভাই।’ আবার কেউ লিখেছেন, ‘নিজের প্রতি আরও যত্নবান হোন।’
উল্লেখ্য, অল্প বয়সেই বলিউডসহ ভারতীয় সংগীত দুনিয়ায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন আরমান মালিক। তার গাওয়া অসংখ্য জনপ্রিয় গান এখন শ্রোতাদের মুখে মুখে। আপাতত গায়ক বিশ্রামে আছেন এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন।
এমআইকে